বারবার পড়েছেন প্রেমে, তবুও কেন বিয়ে করলেন না টাব্বু? ৫২ বছর বয়সেও অবিবাহিত বলিউড অভিনেত্রী টাব্বু। তবে বলিউড এবং সাউথের একাধিক অভিনেতার সঙ্গে গড়ে উঠেছিল তার প্রেম। ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টারদের সঙ্গে ছিল তার সম্পর্ক। বিয়েও করতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার প্রত্যেক প্রেমিক কোনও না কোনও ভাবে তাকে ঠকিয়েছেন। টাব্বুর জীবন সিনেমা থেকে কম নয়।
টাব্বুর প্রথম প্রেমিক সঞ্জয় কাপুর
৯০ এর দশকে সঞ্জয় কাপুরের প্রেমে পড়েন তিনি। ১৯৯৫ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে ‘প্রেম’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এই সিনেমা থেকেই তাদের প্রেমের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ বছর সম্পর্কে থাকার পর অন্য নারীতে আসক্ত হন সঞ্জয়। তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই সঞ্জয় মাহীপ কাপুরের ঘনিষ্ঠ হন। জানতে পেরেই পিছিয়ে আসেন টাব্বু। মাহীপ এবং সঞ্জয় কাপুর বিয়েও করেন। একটি সাক্ষাৎকারে মাহীপ নিজেই বলেছিলেন, “আমি সঞ্জয়ের সঙ্গে একটা রাত কাটিয়েছিলাম। তারপর থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়।”
সাজিদ নাদিয়াদওয়ালাও ভেঙে ছিলেন টাব্বুর মন
এরপর দিব্যা ভারতীর মৃত্যুর পর তার স্বামী সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে সম্পর্কে জড়ান টাব্বু। সাজিদকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সাজিদ দিব্যাকে ভুলতে পারছিলেন না। এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল। টাব্বু তাই তার সঙ্গেও সম্পর্কে ইতি টানেন।
আরও পড়ুন : বাবার পরিচয়ে আপত্তি! এই ৯ বলিউড তারকা নামের পাশে লেখেন না পদবী
আরও পড়ুন : ৪০ পেরিয়েও অবিবাহিত! কেন বিয়ে করলেন না বলিউডের এই সুন্দরীরা?
টাব্বু এবং নাগার্জুনের প্রেম
এরপর টাব্বুর সঙ্গে সম্পর্ক শুরু হয় দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের। টাব্বুর জীবনের সবথেকে বড় কন্ট্রোভার্সি নাগার্জুনের সঙ্গে তার সম্পর্ক। বিবাহিত নাগার্জুনের সঙ্গে ১০ বছর লিভ ইনে ছিলেন টাব্বু। দশ বছর পর নাগার্জুনের সঙ্গেও তার সম্পর্কটা ভেঙ্গে যায়। এই কারণেই আর বিয়ে করেননি এই বলিউড অভিনেত্রী। বর্তমানে তিনি শুধু কেরিয়ারে ফোকাস রেখেছেন এবং সিঙ্গেল জীবন অতিবাহিত করছেন।