বিয়ে করলেন তারক মেহেতার ছোট্ট সোনু! দেখুন বিয়ের ফটো অ্যালবাম

বিয়ের পিঁড়িতে বসলেন তারক মেহতা কা উল্টা চশমার (Taarak Mehta Ka Ooltah Chashmah) ছোট্ট সোনু। এখন তাকে কেমন দেখতে হয়েছে জানেন? কাকেই বা বিয়ে করলেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তারক মেহতা কা উলটা চশমার ছোট্ট সোনু ওরফে ঝিল মেহেতার (Jheel Mehta) বিয়ের ছবি।

সোনু ওরফে ঝিল মেহতা সম্প্রতি বিয়ে করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইট কেড়ে নিলেন। তার বিয়ের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটের দুনিয়াতে। টুকটুকে লাল লেহেঙ্গায় বিয়ের সাজে নতুন কনে সোনুকে দেখে চোখ সরানো যাচ্ছে না যেন। তিনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক আদিত্য দুবেকে।

JHEEL MEHTA

মাত্র ১২ বছর বয়সে আদিত্য এবং ঝিল একে অপরের প্রেমে পড়েন। প্রায় ১৪ বছর প্রেম করছেন দুজনে। ২৭ বছর বয়সে এসে মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ঝিল। এখন আর অভিনয় করেন না তিনি। মার্কেটিং এজেন্সি নিয়ে ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। অভিনয়ে ফেরার আর কোনও ইচ্ছেই নাকি নেই তার। ব্যবসার পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবে ব্র্যান্ড প্রমোশন করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। তার স্বামী আদিত্যের ইনস্টাগ্রামের বায়ো অনুসারে তিনি গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটর।

JHEEL MEHTA

বিয়ের দিন বড় ঘোমটায় মুখ ঢেকে ব্যান্ডের সঙ্গে মণ্ডপে এন্ট্রি নেন ঝিল। তার বরের গায়ে ছিল অফ হোয়াইট রঙের পাঞ্জাবি। সোশ্যাল মিডিয়াতে তাদের যে বিয়ের ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ঝুলকে বিয়ের সাজে দেখে আবেগপ্রবণ হয়ে কেঁদেই ফেলেন আদিত্য।