ফের লাইম লাইটে উঠে এলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। তবে সিরিয়ালের জন্য নয়, সম্প্রতি হট প্যান্ট পরে লোকাল ট্রেনে সফর করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম কটাক্ষের মুখে পড়তে হল তাকে। রীতিমতো নোংরা কটাক্ষ করা হতে থাকে তাকে। তবে স্বীকৃতিও যোগ্য জবাবে ট্রোলারদের মুখ বন্ধ করেছেন। আর সেই কারণেই নেট নাগরিকরা তাকে সাধুবাদও দিচ্ছেন।
খেলাঘর, আলোর কোলে সিরিয়ালের অভিনেত্রী স্বীকৃতি মজুমদার সম্প্রতি রয়েছেন মুম্বাইতে। মুম্বাইতে গিয়ে লোকাল ট্রেনে কিছু বোল্ড ফটোশুট করেছিলেন তিনি। সেই ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সাদা টি-শার্ট এবং কালো হট প্যান্ট পরে লোকাল ট্রেনে উঠে যে ফটোশুট করেছিলেন স্বীকৃতি তার কিছু ছবি তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেই পোস্টের কমেন্ট বক্সেই শুরু হয়ে যায় স্বীকৃতিকে নিয়ে চর্চা। অনেকে প্রশংসা করেছেন তার। কেউ কেউ আবার বাঁকা মন্তব্য করেছেন।
জনৈক এক নেটিজেন লিখেছেন, “প্যান্টটা খুলে ফেললে ভালো হত।” এই কমেন্ট দেখে কিন্তু এড়িয়ে যাননি নায়িকা। বরং ভীষণ রেগে গিয়ে তার কটু মন্তব্যের জবাব দিয়েছেন। স্বীকৃতি লিখেছেন, “আপনি না জন্মালে দুনিয়াটা ভালো হতো।” অন্যান্যরা স্বীকৃতির এই উত্তরকে সমর্থন জানাচ্ছেন। সেই সঙ্গে স্বীকৃতির এই হট লুকের প্রশংসাও করছেন।
আরও পড়ুন : ৫ মাসেই ট্রেন্ডিং গানে অসাধারণ নাচ রাহুল-প্রীতির মেয়ের! দেখে মুগ্ধ নেট নাগরিকরা
আরও পড়ুন : মিশকা অতীত! আরও ভয়ংকর শত্রুর নিশানায় সূর্য-দীপা, টানটান মোড় অনুরাগের ছোঁয়ায়
স্বীকৃতিকে শেষবার জি বাংলার আলোর কোলে সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। তার আগে স্টার জলসার খেলাঘর সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তবে আলোর কোলে বন্ধ হয়ে যাওয়ার পর আপাতত আর কোনও নতুন সিরিয়ালের আপডেট আসেনি তাকে নিয়ে। স্বীকৃতির ভক্তরা তাই অপেক্ষায় আছেন অভিনেত্রীর নতুন কোনও সিরিয়ালের খবর শোনার জন্য।