বরকে সিঁদুর পরিয়ে বিয়ে! হিন্দু বিয়ের রীতিনীতি বদলে কটাক্ষে জেরবার শ্বেতা-রুবেল

সদ্য বিয়ে করেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। বিগত এক সপ্তাহ ধরে তাদের বিয়ে ছিল সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়। কিন্তু বিয়ের পরেও তাদের নিয়ে চর্চা কিন্তু থামছে না। আসলে আর পাঁচটা সাধারণ হিন্দু বিয়ের মত নয় শ্বেতা এবং রুবেলের বিয়েটা। চিরাচরিত রীতিনীতির বাইরে গিয়ে বৈদিক মতে বিয়ে করেছেন তারা। তাতে বদলেছে হিন্দু বিয়ের একাধিক নিয়ম। সেই কারণেই কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে তাদের। অবশেষে সব কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী।

শ্বেতা এবং রুবেলের বিয়ের পৌরহিত্য করেছিলেন জনপ্রিয় মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বাঙালিদের মধ্যে বৈদিক বিয়ের প্রচলন তার হাত ধরেই শুরু হয়েছে। এই বিয়েতে কন্যাদান থাকে না। শুভদৃষ্টির সময় বউ অন্যের হাতে পিঁড়িতে চড়ে আসেন না। বিয়েতে মন্ত্রের পাশাপাশি গান হয়। আর সেই সঙ্গে সিঁদুর পরানোর সময় স্বামী স্ত্রীকে সিঁদুর পড়ানোর সঙ্গে সঙ্গে প্রিয় স্বামীর কপালে সাম্যের সিঁদুর ছুঁয়ে দেন। তাদের বিয়ের এমন ভিন্ন রীতিনীতি দেখে প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়ার একাংশ।

Sweta Bhattacharya Wedding

বৈদিক ভাবে বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত কটাক্ষ চলছে তার পরিপ্রেক্ষিতে শ্বেতা বলেছেন, ‘‘আমি মূলত ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। আমি দেখেনি তবে ১০ শতাংশ লোকে তো খারাপ বলবেই। এটা মানুষের স্বভাব। আমার বিয়ে, আমি কোন মতে করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার শ্বশুরবাড়ির সবাই একমত ছিল। সবচেয়ে বড় কথা আমার বর একমত ছিল। আমরা তো সিরিয়ালে নর্ম্যাল বিয়ে তো অনেক দেখেছি, আমারই ১৪ কোটি বার বিয়ে হয়ে গিয়েছে।”

আরও পড়ুন : বিয়ের আগেই মা হলেন বলিউডের এই অভিনেত্রী! সরগরম সোশ্যাল মিডিয়া

Sweta Bhattacharya Wedding

আরও পড়ুন : ৬ বছরের ছোট বান্ধবীর ছেলেকে বিয়ে! বিদীপ্তা চক্রবর্তীর জীবন সিনেমার থেকে কম নয়

বিয়ের কিছু ছবিতে শ্বেতাকে কাঁদতেও দেখা গিয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন তিনি নাকি বিয়ে চলাকালীন এর গুরুত্ব বুঝতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তার কথায়, ”বৈদিক বিয়েটা একদম অন্য একটা পরিবেশ। আমি নিজে সেটা অনুভব করেছি। বিয়ের শেষে আমি কেঁদেই ফেলেছিলাম। আমার মন ছুঁয়ে গিয়েছিল। আমি তো সকলকে সাজেস্ট করব যদি জীবনে নতুন কিছু অনুভব করতে চাও তাহলে অবশ্যই বৈদিক নিয়মে বিয়েটা করো।” এর আগে টলিউড অভিনেত্রীদের মধ্যে সন্দীপ্তা-সৌম্য, আদিত্য-পূর্বাশাদের মত আরও অনেকেই বৈদিক মতে বিয়ে করেছেন। কাজেই টলিউডে এই প্রথার প্রচলন নতুন নয়।