হবে না কন্যাদান, লাগবে না উপহার! শ্বেতা-রুবেলের বিয়েতে থাকছে এইসব নিষেধাজ্ঞা

জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। জানিয়ে দিলেন বিয়ের দিনক্ষণ। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। বাংলা সিরিয়ালের এই হার্টথ্রব জুটির বিয়েতে থাকছে নানা চমক। সম্প্রতি শ্বেতা ফাঁস করলেন তার বিয়ের দিনের খুঁটিনাটি‌।

১৯শে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন শ্বেতা এবং রুবেল। হাতে আর ১০ দিনও নেই। শুটিংয়ের পাশাপাশি তাই বিয়ের প্রস্তুতিও চলছে জোর কদমে। বৈদিক মতে বিয়ে করবেন তারা। তাদের বিয়েতে পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়েতে কন্যাদান থাকবে না। বিয়েতে সাবেকি বাঙালি কনের সাজে সাজবেন শ্বেতা। বাঙালি ঐতিহ্য এবং পরম্পরা মেনেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

Sweta Bhattacharya

শ্বেতা-রুবেলের বৌভাতের কার্ডেও রয়েছে চমক। কার্ডের প্রথম পাতাতেই দেখা যাচ্ছে সিঁদুর দানের মুহূর্ত। শ্বেতার সিঁথি রাঙিয়ে দিচ্ছেন রুবেল। আসলে যমুনা ঢাকি সিরিয়ালের একটি দৃশ্যই কার্ডে ব্যবহার করা হয়েছে। তাতে লেখা রয়েছে শুভ পরিণয় রুবেল ও শ্বেতা। বিয়েতে কোনওরকম উপহার নিয়ে প্রবেশের উপরেও অতিথিদের কড়া নিষেধ করেছেন হবু দম্পতি।

আরও পড়ুন : চুপিসারে বিয়ে করে নিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! বিয়ের ছবি দিতেই তোলপার নেটপাড়া

Sweta Bhattacharya

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?

এই দম্পতির বিয়ের দিনের যাবতীয় ক্যাটারিং, ডেকোরেশন এবং লাইটিংয়ের দায়িত্ব রয়েছে টুইস্টার ইভেন্টের উপর। শ্বেতা এবং রুবেল ছিলেন ছোটবেলার বন্ধু। তবে তাদের মধ্যে প্রেম হয়েছে কয়েক বছর আগেই। যমুনা ঢাকি সিরিয়াল করতে গিয়ে এই দুজনের প্রেম হয়। অবশেষে ২০২৫ সালে এসে তাদের প্রেম পরিণতি পাচ্ছে।