টলিউডের এভারগ্রিন সুন্দরী তিনি। বয়স তার এখন ৪০ এর কোঠায়। ৪৪ বছর বয়সী স্বস্তিকা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার বিনা মেক আপের কিছু ছবি শেয়ার করেন। আর সেই সব ছবি দেখেই তার উপর রীতিমত ট্রোলিং শুরু করে দিলেন নেট নাগরিকরা। কেউ বা বললেন ‘বুড়ি’। অবশ্য স্বস্তিকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। বয়স নিয়ে কটাক্ষ শুরু হতেই পাল্টা জবাব দিলেন তিনি।
সম্প্রতি মেকআপ না করেই নরমাল লুকের কিছু সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন স্বস্তিকা। ক্যাপশনে তিনি লেখেন, “আমি কোন দিকে বলুন তো?” জনৈক নেট নাগরিক স্বস্তিকাকে কটাক্ষ করে কমেন্ট করেন, “তুমি বুড়ি হওয়ার দিকে।” এমন কমেন্ট স্বস্তিকার নজর এড়ায়নি। তিনি বিরক্ত হয়ে উত্তর দেন, “আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথাবার্তা না বললেই হয় না!”
আবার কেউ লিখলেন, “আপনার বয়স তো বেশি নয় শুনেছি, এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন?” স্বস্তিকাও মজা করে উত্তর দেন, “আমার ইচ্ছে, বুড়ি হতে চাই।” তবে স্বস্তিকার এই পোস্টে যে শুধু তাকে অপমান করলেন নেট নাগরিকরা তা নয়। কেউ প্রশংসা করে লিখলেন, “বয়সের ছাপ পড়ার পরেও যে কাউকে এত সুন্দর লাগতে পারে, তার প্রমাণ আপনি।” তাকে স্বস্তিকার জবাব দেন, “বার্ধক্য খুব স্বাভাবিক একটা ব্যাপার। খোলা মনে এটিকে গ্রহণ করা উচিত। এর সঙ্গে লড়াই করে কোনও লাভ নেই।”
আরও পড়ুন : স্বামী নেই, তবুও কেন শাঁখা-সিঁদুর পরেন স্বস্তিকা মুখার্জী?
আরও পড়ুন : কেন স্বামীর সঙ্গে থাকেন না স্বস্তিকা? অভিনেত্রীর স্বামী আসলে কে?
কেউ লিখলেন, “ছোট থেকে আপনার সিনেমা বেশ কয়েকটি দেখেছি। তবে ভালো লাগে জিৎ গাঙ্গুলীর সাথে।” আসলে অভিনেতার জিৎ মাদনানী নাম করতে গিয়ে সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর নাম নিয়ে ফেলেন ওই নেট নাগরিক। তাকে শুধরে দিয়ে স্বস্তিকা লেখেন, “জিৎ গাঙ্গুলী আবার কবে থেকে সিনেমা করে?”