আরজি করের ঘটনার (RG Kar Incident) প্রতিবাদে প্রথম থেকেই রাস্তায় ছিলেন তিনি। এক মুহূর্ত দেরি করেননি প্রতিবাদ মিছিল সামিল হতে। তিনিও একজন নারী, এক কন্যা সন্তানের মা। সর্বোপরি তিনি একজন মানুষ। এই পরিচয় নিয়েই তিনি আন্দোলনকারীদের সঙ্গে কখনো পথে হেঁটেছেন, কখনো বা ধর্নায় বসে পড়েছেন রাস্তায়। অথচ সেই স্বস্তিকা মুখার্জীকেই (Swastika Mukherjee) কিনা ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে।
‘জাস্টিস ফর আরজি কর’ এর দাবিতে সোচ্চার ছিলেন স্বস্তিকা। প্রায় এক মাস ধরে তিনি প্রতিবাদ কর্মসূচির অংশ হয়ে রয়েছেন। কিন্তু গোল বাঁধলো হাসি মুখে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে। অভিনেত্রী যেহেতু হাসিমুখে সেলফি তুলে ছবি দিয়েছেন তাই তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। যদিও ঠোঁট কাটা স্বস্তিকা সেসব নিয়ে মাথা ঘামান না। উল্টে এমন জবাব দিলেন যে নিন্দুকদের মুখ বন্ধ হয়ে গেল।
ফেসবুক পেইজে নিন্দুকদের জবাব দিয়ে স্বস্তিকা লিখেছেন, “যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে? ছিঃ ছিঃ এসব একদম ভাববেন না।” তবে এখানেই থেমে থাকেননি তিনি। বরং হাসিমুখে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিন্দুকদের জবাব দিতে।
নতুন সেই পোষ্টের ক্যাপশনে স্বস্তিকা লেখেন, “আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুনও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানাল? আর কোনও নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।”
আরও পড়ুন : টলিউডের গর্ব, আরজি করের প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন এই অভিনেতা
আরও পড়ুন : পৌরুষত্ব ফলিয়েছেন, হস্তমৈথুন করেছেন! প্রকাশ্যে ক্ষমা চাইলেন গায়ক অনিন্দ্য
স্বস্তিকার সঙ্গে সেদিন ছবিতে যারা ছিলেন তাদের কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, “এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হল। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়।” ছবি তোলার জন্য বন্যা নামের একজনকে ধন্যবাদ দেন স্বস্তিকা। এর পরই নিন্দুকদের উদ্দেশে লেখেন, “যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ (RG Kar Protest) করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।”