২০২০ সালেই বাবাকে হারিয়েছেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। ১৩ই জানুয়ারি বাবার জন্মদিনে তাই আরও বেশি করে বাবাকে মনে পড়ছে তার। স্বস্তিকার বাবা টলিউডের জনপ্রিয় অভিনেতা সন্তু মুখার্জী (Santu Mukherjee)। প্রথমে মা তারপর বাবা, দুজনকেই হারিয়ে ফেলেছেন স্বস্তিকা। তবে বাবার মৃত্যুতে ভেতর ভেতর ভেঙে পড়েছেন তিনি। জন্মদিনে তাই বাবাকে সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি দিলেন স্বস্তিকা। লিখলেন তার মনের কথা।
প্রয়াত সন্তু মুখার্জীকে স্মরণ করে স্বস্তিকা লিখেছেন, ‘‘হ্যাপি বার্থ ডে বাবা। কোথায় আছো সে তো জানিনা, কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানি না। আশা করি কেউ নিশ্চয়ই আছে, আমার মতন করে তোমায় আগলে রেখেছে। প্রতি বছরের মতন, এবারেও নতুন ফতুয়া-লুঙ্গি পোরো। খাদির দোকানে গেলে, গেরুয়া রং এর কোনও কাপড় দেখলেই মনে হয় তোমার জন্য একটা পাঞ্জাবি বানাতে দি, তার পর মুহূর্তেই মনে পড়ে তুমি তো নেই।’’
তিনি আরও লিখেছেন, “আজ সন্ধে নামলে দু পাত্তর ব্যালেন্টাইন খেও। কত ভালোবাসতে। পৃথিবীর এত জায়গায় যাই, যত ভালো স্কচই কিনে আনি না কেন সেই ব্যালেন্টাইনটাই সেরা। তোমার আর মা-এর না থাকাতে বাড়িতে খাওয়া-দাওয়া, লোকজনের আসা-যাওয়া, আনন্দ-উৎসব প্রায় উঠে গেছে বললেই চলে। ঠিক ওই গানটার মতো – এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ১৩ জানুয়ারি- এই দিনটা আমার কাছে আজীবন ‘আমার বাবার জন্মদিন’ হয়েই রয়ে যাবে।’’
আরও পড়ুন : এক রাতের জন্য কত টাকা নেন? জবাব দিলেন স্বস্তিকা
আরও পড়ুন : অতিরিক্ত সুন্দরী হওয়াই কাল হল! আফসোসের শেষ নেই স্বস্তিকা মুখার্জীর
সবশেষে স্বস্তিকা লিখেছেন, “আর ক’টা দিন থেকে গেলে পারতে বাবা! না হয় অনেক রাত অব্দি জমিয়ে আড্ডা মারতে মারতে, লোকজনের গুষ্টি উদ্ধার করতে করতে, দু’ পেগ হুইস্কি খাওয়ার জন্যই রয়ে যেতে। না হয়, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দেখে চিৎকার করার জন্য রয়ে যেতে।’’