গত ১৩ ডিসেম্বর ৪৪ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত জীবন, সব ক্ষেত্রে সর্বদা অকপট স্বস্তিকা। নিজের শর্তে যে মানুষটা চিরকাল বেঁচেছেন সেই মানুষটাকেই নাকি একসময় পরিচালকের পায়ে ধরতে হয়েছিল চরিত্র পাওয়ার জন্য। কিন্তু কেন? এত বড় অভিনেত্রী হবার পরেও কেন পরিচালকের হাতে পায়ে ধরেছিলেন তিনি?
বাংলা হোক বা হিন্দি, ওয়েব সিরিজ হোক অথবা বড় পর্দা, আর্ট ফিল্ম হোক অথবা কমার্শিয়াল, স্বস্তিকা সর্বত্র সমানভাবেই সাবলীল। ‘পাতাল লোক’ বা ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে যেমন অসাধারণ অভিনয় করেছেন স্বস্তিকা ঠিক তেমনি তিনি অন্য স্বাদের চরিত্রে অভিনয় করেছেন ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে বা ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমায়। গ্ল্যামারাস সুন্দরী এই অভিনেত্রীকে একবার নিজের সৌন্দর্য নিয়ে আফসোস করতে হয়েছিল। ঠিক কি হয়েছিল?
সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, “আমি পর্দার চরিত্রটাকে যথাসম্ভব চেষ্টা করি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে। সব সময় আমাকে গ্ল্যামারাস বা সুন্দরী দেখাবে এমনটা হওয়ার কথা নয়। চরিত্রের মত আমাকে দেখতে হতে হবে। যদি সিনেমায় সেই চরিত্রটি দুঃখ বা হতাশ হয় তাহলে আমাকেও প্যাথেটিক লাগতে হবে।”
স্বস্তিকা আরো বলেন, “২০১৭ সালে আমার একটি ছবি করার কথা ছিল। নবারুন ভট্টাচার্যের এক উপন্যাসের ভিত্তিতে তৈরি হওয়া সেই কাহিনীতে আমি অটোওয়ালার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারতাম। দুর্দান্ত চরিত্র ছিল। চরিত্রটা পাওয়ার জন্য পরিচালকের পায়ে ধরা বাকি রেখেছিলাম শুধু। বলেছিলাম আমি গ্লিসারিন নিয়ে নিজেকে চুবিয়ে দেব, প্রয়োজনে রোদে দাঁড়িয়ে গায়ের রং কালো করে নেব। কিন্তু পরিচালক বললেন, অটোওয়ালার স্ত্রী কখনো এত সুন্দরী হতে পারে না।”
আরও পড়ুন : এই ঘটনার পরই ভেঙ্গে যায় জিৎ-স্বস্তিকার প্রেম, নইলে আজ তারা হতেন স্বামী-স্ত্রী
বিষন্ন বা দুঃখী চরিত্রে যে অভিনয় তিনি আগে করেননি তা নয়। অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’ সিনেমায় একজন সেলসগার্লের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় একেবারে অশিক্ষিত একটি মেয়ের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন স্বস্তিকা কি সুন্দর করে। তবে অনেক সময় শুধুমাত্র সৌন্দর্যের জন্য এমন কিছু চরিত্র তার হাতছাড়া হয়ে যায়, যার আফসোস থেকে যায় সারা জীবন।
আরও পড়ুন : স্ত;নের মাপ কত? বাথরুম থেকে পোশাক ছাড়া ছবি দিয়ে জানালেন স্বস্তিকা মুখার্জী
আরও পড়ুন : ‘ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়’! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জী
প্রসঙ্গত, খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি সিনেমায় কাজ করতে চলেছেন স্বস্তিকা। সিনেমায় অভিনয় করবেন পরমব্রত। গান রচনা করবেন অনুপম। একদিকে যেমন স্বস্তিকার প্রাক্তন পরমব্রত এবং সৃজিত, তেমন অন্যদিকে অনুপমের প্রাক্তন এখন পরমের বর্তমান। এই প্রাক্তন এবং বর্তমানের খেলাতেই কেমন ভাবে সেজে উঠবে এই সিনেমা সেটাই এখন দেখার।