একটা সিরিয়াল করেই নিজেদের কেউকেটা ভাবে! নতুন নায়ক-নায়িকাদের ধুয়ে দিলেন স্বস্তিকা মুখার্জী

বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এই কথাটি যারা প্রমাণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন টলিউড (Tollywood) অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। চিরকালই দাপুটে অভিনয় করে এসেছেন এই অভিনেত্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সরাসরি সোজা কথা বলতেই বিশ্বাসী স্বস্তিকা। ফের আরো একবার অকপটে কথা বলে খবরে শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

১৯৮০ সালের ১৩ ডিসেম্বর কলকাতা জন্মগ্রহণ করেছিলেন স্বস্তিকা। বাবার দেখানো পথে এবং বাবার শিক্ষা সঙ্গে নিয়ে জীবনযুদ্ধে চিরকালই জয়ী হয়েছেন তিনি। ১৯৯৮ সালে স্বস্তিকা বিয়ে করেন প্রমিত সেনকে, কিন্তু ২০০৭ সালে সেই বিয়ে ভেঙে যায়। বর্তমানে একমাত্র কন্যা অন্বেষা সেনকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছেন কিন্তু বিয়ে নিয়ে তিনি আর কোন চিন্তা ভাবনা করেননি।

Swastika Mukherjee

‘দেবদাসী’ ধারাবাহিকে প্রথম অভিনয় করে সিনেমা জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপরের পথটা অনেক লম্বা। ওয়েব সিরিজ থেকে সিনেমা, টলিউড থেকে হলিউড সর্বত্র বিচরণ করেছেন স্বস্তিকা। স্বস্তিকা মানে একটি নির্ভীক দুর্দান্ত চরিত্র। ‘দুপুর ঠাকুরপো’, ‘মোহমায়া’, ‘পাতাল লোক’, ‘চরিত্রহীন’, ‘দিল বেচারা’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘তাসের ঘর’,’বন্ধু’, ‘মস্তান’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নতুন জেনারেশন অর্থাৎ বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেন, “এখন মানুষ খুব সহজেই সবকিছু পেতে চায়। অভিনয় জগতে প্রবেশ করার সাথে সাথেই বড় গাড়ি, বাড়ি, দামি দামি গয়না সবকিছুই কিনে ফেলে তারা। আগামী প্রজেক্ট আদৌ হাতে পাবে কিনা সেই নিয়ে চিন্তাভাবনা না করেই একাধিক EMI- এর চাপ নিয়ে নেয় নিজেদের কাঁধে। পরে যখন টাকা দিতে পারে না তখনই আত্মহত্যার পথ বেছে নেয়।”

Actress Swastika Mukherjee

স্বস্তিকা আরো বলেন, “আমি চিরকালই আমার বাবার আদর্শে মানুষ হয়েছি। আমার বাবা চিরকাল খুব সহজ ভাবে জীবন যাপন করতে শিখিয়েছেন আমাকে। আমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি তবু আমি আমার বাবার বাড়িতে আছি, কারণ আমি কোথায় আছি বা কি পরছি তা আমার কাছে কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। লক্ষাধিক টাকার জুতো বা ব্যাগ ব্যবহার করলেই কখনো বড় হওয়া যায় না।”

আরও পড়ুন : এক রাতের জন্য কত টাকা নেন? জবাব দিলেন স্বস্তিকা

Tollywood Swastika Mukherjee

আরও পড়ুন : স্ত;নের মাপ কত? বাথরুম থেকে পোশাক ছাড়া ছবি দিয়ে জানালেন স্বস্তিকা মুখার্জী

স্বস্তিকার কথায়, “এখন মানুষ এই অভিনয় জীবনকে লং টার্ম পলিসি হিসেবে ভাবে না। অভিনয় করতে করতে এমন সময় আসতে পারে যখন আপনার হাতে হয়তো তেমন কাজ থাকবে না। এই সময়টা সব অভিনেতা অভিনেত্রীর জীবনেই আসে। এই কঠিন সময়ের জন্য সব সময় অর্থ সঞ্চয় করে রাখা উচিত। টাকা নষ্ট করে নিজেকে বিশাল বড় কিছু প্রতিপন্ন করার পেছনে কোন মাহাত্ম্য নেই। নিজের অভিনয় পেশাটিকে যদি আপনি ভালবাসতে পারেন তবেই আপনি একজন বড় মাপের মানুষ এবং অভিনেতা হয়ে উঠতে পারবেন।”

আরও পড়ুন : ক্যামেরার সামনে খুলে ফেলেন পোশাক! লজ্জার সীমা অতিক্রম করেছেন এই ৫ বাঙালি অভিনেত্রী