৬ বছর প্রেম সত্বেও কেন ভেঙেছিল জিৎ এবং স্বস্তিকা মুখার্জীর প্রেম? অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও জিৎ এবং স্বস্তিকার মধ্যে দারুণ কেমিস্ট্রি ছিল। দুজনে একসঙ্গে বহু সিনেমাতে কাজ করেছিলেন। পাশাপাশি বাস্তবেও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক ছিল এতটাই মজবুত যে অনেকেই ভেবেছিলেন জিৎ এবং স্বস্তিকা বিয়ে করবেন। এমনকি স্বস্তিকার পরিবার এই সম্পর্কটা নিয়ে খুবই সিরিয়াস হয়ে পড়েছিল। এতদিন বাদে জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখার্জী।
কতবার প্রেমে পড়েছেন স্বস্তিকা?
স্বস্তিকা নিজেই একটি সাক্ষাৎকার জানিয়েছেন তিনি মোট ৬ বার প্রেমে পড়েছেন। এই তালিকায় জিৎ, পরমব্রত চ্যাটার্জী থেকে শুরু করে সৃজিত মুখার্জী, সুমন মুখোপাধ্যায়দের মতো তারকাদের নাম রয়েছে। স্বস্তিকার কথায় ৬টা সম্পর্ক মানে সংখ্যার দিক থেকে এটা কিছুই নয়। তার খুব ইচ্ছে ৫০ বছর বয়স হওয়ার আগেই তিনি একগুচ্ছ প্রেম করবেন। এরপর জিতের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন স্বস্তিকা।
জিৎ এবং স্বস্তিকার প্রেম
স্বস্তিকা বলেছেন, জিতের সঙ্গে তার ছয় বছরের সম্পর্ক ছিল। অনেকটা সময় তারা একসঙ্গে কাটিয়েছিলেন। তার মেয়ে বিশেষ করে জিতের খুব ন্যাওটা হয়ে পড়েছিল। জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে মাকেই দায়ী করে বারবার। বলে, “তুমি, তুমিই দায়ী এই সম্পর্কটা পরিণতি না পাওয়ার ব্যাপারে। উফফ এত সুন্দর দেখতে একটা মানুষ…” । স্বস্তিকার বোন এবং মাও জিতকে খুব পছন্দ করতেন। যেদিন জিতের বিয়ে হয় সেদিন স্বস্তিকার গোটা পরিবারের নেমন্তন্ন ছিল। তার মা এবং বোন গিয়েছিলেন সেখানে। ফিরে আসার পর আবেগ ধরে রাখতে না পেরে তারা কান্নায় ভেঙে পড়েন। স্বস্তিকা অবশ্য এই সবে পাত্তা দেননি। তিনি ধমকে বলেছিলেন, “আরে এসব আবার কোন নাটক শুরু করলে তোমরা?”
আরও পড়ুন : কেন স্বামীর সঙ্গে থাকেন না স্বস্তিকা? অভিনেত্রীর স্বামী আসলে কে?
আরও পড়ুন : স্বামী নেই, তবুও কেন শাঁখা-সিঁদুর পরেন স্বস্তিকা মুখার্জী?
কেন ভেঙেছিল জিৎ এবং স্বস্তিকার সম্পর্ক?
জিৎ এবং স্বস্তিকার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেকে বিভিন্ন কারণকে দায়ী করেন। কেউ বলেন স্বস্তিকা ডিভোর্সি ছিলেন। তার উপর এক সন্তানের মা ছিলেন। তাই জিতের পরিবার নাকি এই সম্পর্কটা মেনে নেয়নি। আবার কেউ কেউ বলেন সেই সময় জিৎ এবং কোয়েল জুটি টলিউডে ছেয়ে গিয়েছিল। এমনকি কোয়েল নাকি জিৎ এবং স্বস্তিকার মধ্যে ঢুকে পড়েন। জিতের সঙ্গে কোয়েলের অফস্ক্রিন বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা স্বস্তিকা মেনে নিতে পারেননি। তাই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। জিৎ এরপর বিয়ে করে নেন মোহনা রতলানিকে। এখন তিনি দুই সন্তানের বাবা, মোহনার সঙ্গে চুটিয়ে করছেন সংসার। অন্যদিকে স্বস্তিকা বারবার প্রেমে পড়লেও কিন্তু বিয়ের পিঁড়িতে বসেননি। তিনি তার একমাত্র মেয়েকে আগলেই কাটিয়ে দিলেন জীবন।