বিয়ের পিঁড়িতে বসলেন ‘রাধিকা’ স্বস্তিকা, মালা বদল থেকে সাত পাক, রইল বিয়ের ফটোগ্যালারি 

টলিউড (Tollywood) জুড়ে এখন বিয়ের সানাই বাজছে। মাঘ মাসের এই বিয়ের মরশুমে বাংলা সিরিয়ালগুলোতেও চলছে বিয়ের ট্র্যাক। জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’তেও (Tomar Khola Hawa) বিয়ে হতে চলেছে আবির-ঝিলমিলের। শত বাধা-বিঘ্ন উপেক্ষা করে শেষমেষ আবিরের সঙ্গে ঝিলমিলের বিয়েটা হয়েই গেল। পর্দাতে সাত পাকে বাঁধা পড়লেন স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা।

জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে তেমন টিআরপি পাচ্ছে না। কারণ এর বিপরীতে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। ‘অনুরাগের ছোঁয়া’তে যেমন প্রতিদিন ধামাকা এপিসোড হচ্ছে সেটা দেখে কেউ চ্যানেল ঘোরানোর কথা ভাবতেও পারছেন না। তাই বিপরীতে টিকে থাকার জন্য ‘তোমার খোলা হাওয়া’কে বেশ কষ্ট করতে হচ্ছে।

বিয়ের ট্র্যাক এলে যে কোনও ধারাবাহিকের টিআরপি বাড়ে। তাই আবির এবং ঝিলমিলের বিয়েটা এবার হয়েই গেল। গল্পের শুরুটা নায়ক-নায়িকার ঝগড়া দিয়ে হলেও এবার দুজনের বিয়ের সিন এল। সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে আবির-ঝিলমিলের বিয়ের দৃশ্য। সেখানে মালাবদল থেকে সাত পাকের বেশ কিছু দৃশ্য রয়েছে।

এই ধারাবাহিকে স্বস্তিকার নাম ঝিলমিল। ঝিলমিল অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে ভীষণ সহজ-সরল এবং হাসিখুশি প্রকৃতির মেয়ে। সে আবার একজন ভেন্ট্রিলোকুইস্ট, অর্থাৎ সে হাতে পুতুল নিয়ে সেই পুতুলের স্বরে কথা বলতে পারে। সে নিয়মের বেড়াজালে আটকে থাকতে চায় না। তা ঠিক বিপরীত স্বভাবের মানুষ হল আবির।

আবিরের জীবনজুড়ে রয়েছে শুধুই নিয়মের ঘেরাটোপ। নিয়মের বাইরে সে একেবারেই বের হতে চায় না। স্বভাবে সে অত্যন্ত রাশভারী এবং কর্তব্য পরায়ন। আসলে দাদা-বৌদি মারা যাওয়ার পর অনেক ছোট বয়সে তাকে সংসারের হাল ধরতে হয়েছে। সেই সঙ্গে দাদা-বৌদির ছোট ছোট ছেলে মেয়েদের মানুষ করতে হয়েছে। তার আবদ্ধ জীবনে এক ঝলক খোলা হাওয়ার মত ঢুকে পড়ে ঝিলমিল।

যদিও ঝিলমিলকে অবশ্য প্রথমে বিয়ে করতে রাজি হয়নি আবির। আসলে সে আর কখনও বিয়ে করবে না বলেই ঠিক করেছিল। কিন্তু তার বৌমারাই তাকে বিয়ের জন্য রাজি করায়। শেষমেষ ঝিলমিলের সঙ্গেই আবিরের বিয়ে হয়। এই বিয়ের পর নিজের থেকেও বড় বয়সের ছেলে-বৌমা পেল ঝিলমিল।