ভারতের ইতিহাসকে অপমান! ‘মুসলমানের বিবি’ স্বরা ভাস্করের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ

ভিকি কৌশলের নতুন বলিউড সিনেমা ‘ছাওয়া’ দেখে গোটা দেশ আবেগাপ্লুত। ভারতের বীর মহারাজ শিবাজীর ছেলে সম্ভাজী ও ঔরঙ্গজেবের এই ঐতিহাসিক কাহিনী প্রত্যেক দর্শকের মনে দাগ কেটেছে। মারাঠা সম্রাট সম্ভাজীর প্রতি ঔরঙ্গজেবের অত্যাচার দেখে শিহরিত দর্শকরা। তবে এসব কিছুকেই নাকি কাল্পনিক নাটক বলে মনে করছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এমনকি তার মতে হিন্দুদের উপর মোগল সম্রাটদের অত্যাচার নাকি কাল্পনিক অত্যাচার।

কী বলেছেন স্বরা ভাস্কর

“সারা পৃথিবীতে ঘৃণা ও গোঁড়ামি যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। সমাজমাধ্যমে একেই পরে দেশপ্রেমের নাম দেওয়া হবে। এই সমাজ ৫০০ বছর আগে হিন্দুদের উপর হওয়া আংশিক কাল্পনিক ও নাটকীয় অত্যাচার দেখে বেশি ক্ষুব্ধ। কিন্তু পদপিষ্ট হওয়া ও অব্যবস্থার ফলে ভয়াবহ মৃত্যু দেখে তারা নীরব। দেখে মনে হচ্ছে, সমাজের মন ও আত্মার মৃত্যু ঘটেছে।”

 Swara Bhaskar

কে কী বলছেন?

অভিনেত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে তাকে ধুয়ে দিচ্ছেন নেট নাগরিকরা। প্রাক্তন সাংবাদিক তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতক প্রাক্তন ছাত্রীর স্বাতী চতুর্বেদী স্বরাকে উত্তর দিয়েছেন, “স্বরা, আপনার আরও এক বার ভাবা উচিত। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী। সম্ভাজির উপরে ঔরঙ্গজ়েব যে পরিমাণ অত্যাচার করেছিলেন, তার কোনওটাই কাল্পনিক নয়। ইতিহাস নিয়ে খেলবেন না দয়া করে।”

আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী

 Swara Bhaskar

আরও পড়ুন : ‘ছাবা’র অভিনেতারা কে কত টাকা পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

আইনজীবী অনন্ত দেহদ্রই মন্তব্য করেছেন, “হিন্দুদের উপর কাল্পনিক অত্যাচার? সম্ভাজি মহারাজের এমন আত্মত্যাগ নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস পেলেন কী ভাবে? সম্ভাজির উপর নির্মম অত্যাচার করেছিলেন মোগল কাপুরুষ ঔরঙ্গজ়েব। ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকীতে আপত্তিকর মন্তব্য করেছেন আপনি। লক্ষ লক্ষ ভারতীয়ের ভাবাবেগে আঘাত করেছেন আপনি।” জনৈক নেটিজেন মন্তব্য করেছেন, “মুসলিম পুরুষকে বিয়ে করার পর থেকে স্বরা এমন পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছেন।”