স্টার জলসার রাঙামতি বর্তমানে জি বাংলার ফুলকি সিরিয়ালকে জব্বর টক্কর দিচ্ছে। শুরু হওয়ার পর থেকেই কার্যত এই স্লটে ফুলকি ছিল ভারী। স্টার জলসার একটার পর একটা সিরিয়াল সরেছে ফুলকির জন্য। কিন্তু এখন স্টার জলসার রাঙ্গামতি তীরন্দাজের কাছে স্লট হারানোর উপক্রম হয়েছে ফুলকির। তাই এবার গল্পে আসছে জমজমাট টুইস্ট। সেই টুইস্ট নিয়ে বহু সময় পর পর্দায় ফিরছেন জনপ্রিয় খল নায়িকা। তিনি কে জানেন?
বহু সময় পর ফুলকি ধারাবাহিকের হাত ধরে আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন সুস্মিতা রায়। জি বাংলাতে এই যোগমায়া সিরিয়ালে শেষবার দেখা গিয়েছিল সুস্মিতাকে। এই সিরিয়ালের পর মাঝে ৮ মাস আর অভিনয় দুনিয়াতে ফিরে আসেননি সুস্মিতা। জি বাংলার হাত ধরেই আবার তিনি কাজের জগতে ফিরলেন। সম্প্রতি ফুলকি সিরিয়ালে প্রবেশ করার এই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং।
বহু সময় পর আবার ক্যামেরার সামনে ফেরার সুযোগ পেয়ে খুবই খুশি সুস্মিতা। তিনি জানিয়েছেন ফুলকিতে এখন সবাই ছদ্মবেশ নিয়েছে। এরপর গল্পে এমন একটা মোড় আসবে যেটা হবে আরও জমজমাট। ঠিক তখনই বিশেষ একটি চরিত্রে গল্পে ঢুকে পড়বেন সুস্মিতা। যদিও তার চরিত্রটি পজিটিভ হবে নাকি নেগেটিভ সেটা জানা যায়নি। শুধু ফুলকি নয়, আরও বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে তার হাতে। তাই অভিনেত্রী খুবই উৎসাহিত।
আরও পড়ুন : সংসার চালাতেন মাসি, দারুণ কষ্টে কেটেছে ছোটবেলা! সায়ক চক্রবর্তীর জীবন সিনেমার থেকে কম নয়
আরও পড়ুন : নোংরামির চূড়ান্ত! কথা-অগ্নির অতি ঘনিষ্ঠতা দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা
ধারাবাহিকের পর্দায় নিয়মিত দেখা না গেলেও সুস্মিতাকে এতদিন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত দেখেছেন নেট নাগরিকরা। আসলে তার একটি নিজস্ব ভ্লগের চ্যানেল রয়েছে। নিয়মিত তাতে নিজের জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আপডেট দেন অভিনেত্রী। কিন্তু এখন তো ফুলদমে আবার অভিনয় দুনিয়াতে ফিরছেন সুস্মিতা। এবার তার ভ্লগের কী হবে? অভিনেত্রী অবশ্য বলেছেন এতে বরং তার ভ্লগিং আরও বাড়বে। সেটিং এ সময় কাজের ফাঁকে ফাঁকে তিনি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারবেন। আগামী দিনে নিজের ভক্তদের আরও বড় চমক দিতে প্রস্তুত হচ্ছেন সুস্মিতা।