‘নোংরা চরিত্র’ ফাঁস করে দেবেন! ‘কথা’ সুস্মিতাকে হুমকি দিলেন প্রেমিক

অনির্বাণ রায়ের সঙ্গেই এতদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। সবাই যাকে স্টার জলসার কথা সিরিয়ালের নায়িকা হিসেবে চেনেন। অনির্বাণের সঙ্গে এনগেজমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছিল সুস্মিতার। দুজনে বিয়ে করবেন, এই সিদ্ধান্ত ছিল পাকা। কিন্তু হঠাৎই গত বছর ভেঙেছে অনির্বাণ এবং সুস্মিতার প্রেম। তারপর থেকেই ‘কথা’তে সহ অভিনেতা অগ্নি ওরফে সাহেব ভট্টাচার্যের সঙ্গে সুস্মিতাকে জড়িয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে সুস্মিতার প্রাক্তন প্রেমিক হঠাৎ বিস্ফোরক হয়ে উঠলেন সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনির্বাণের

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনির্বাণ একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল তিনি নোংরা চরিত্র ফাঁস করে দেবেন। কার? সেই উত্তর অবশ্য তিনি তার পোস্টে দেননি। সোশ্যাল মিডিয়াতে তিনি কাকে উদ্দেশ্য করে এমন হুমকি দিয়েছেন সেটা স্পষ্ট নয় তবে সুস্মিতার সঙ্গে যেহেতু তার সম্পর্ক ভেঙেছে তাই নেট নাগরিকদের অনুমান সেইদিকেই। অনির্বাণ লিখেছিলেন, “ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লোকানোর জায়গা পাবে তো?”

Susmita Dey Accused By Her Ex Boyfriend Anirban Roy

এখানেই শেষ নয়। অনির্বাণ রীতিমতো দাবি করেন তার কাছে সব প্রমাণ আছে। তিনি সব প্রমাণ সামনে এনে সবকিছু নষ্ট করে দিতে পারেন। ভালো মানুষের মুখোশ খুলে ফেলতে পারেন। নোংরা চরিত্র তিনি সকলের সামনে ফাঁস করে দিতে পারেন। এরপর থেকেই জল পড়া শুরু হয়েছিল অনির্বাণ এবং সুস্মিতাকে নিয়ে। অনির্বাণের সেই পোস্টের নিচে কেউ একজন মন্তব্য করেছেন, “তুমি তোমার জায়গায় ঠিক থাকো। দেখবে সময় একদিন ঠিক কথা বলবে। কারণ সময়ের উপর কিছু নেই। কারো জন্য নিচে নেমো না।” এর উত্তরে অনির্বাণ লেখেন, “ওই জন্যই চুপ করে ছিলাম দিদি। খুব পেছনে লাগছে, এরপর ছেড়ে দিলে সেটা দুর্বলতা হবে।”

আরও পড়ুন : ভাইবোনের ফুলশয্যা! বাংলা সিরিয়ালের গল্প দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা

Susmita Dey Accused By Her Ex Boyfriend Anirban Roy

আরও পড়ুন : কপাল পুড়লো জনপ্রিয় মেগার! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের টাইম স্লট

এই প্রসঙ্গে সুস্মিতাকে জানতে চাওয়া হলে তিনি দ্য ওয়ালকে জানিয়েছেন তিনি এই ব্যাপারে কিছুই বলতে চান না। অনির্বাণের সঙ্গে তার সম্পর্ক ছিল বহুদিনের। প্রায় ৫ বছর সম্পর্কে থাকার পর তারা আলাদা হয়েছেন। এদিকে শোনা যাচ্ছে সাহেবের সঙ্গে নাকি সুস্মিতার প্রেম জমে উঠেছে বাস্তবেও। যদিও আবার এও শোনা যাচ্ছে মডেল স্বাগতার সঙ্গে সম্পর্কের রয়েছেন সাহেব। কোনটা সত্যি সেটা অবশ্য জানা যায়নি এখনও।