বিয়ের পিঁড়িতে বসলেন আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মন্ডল। মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু ওরফে আদৃত রায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুপ্রিয়া। তবে আদৃত মিঠাই সিরিয়াল শুরু করতেই ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপর এক নেভি অফিসারের সঙ্গে বাগদান হয়েছিল তার। কিন্তু হঠাৎ করেই ১২ই মার্চ বিয়ের ছবি দিয়ে সবাইকে চমকে দিলেন সুপ্রিয়া। তিনি বিয়ে করেছেন টলিউডেরই এক জনপ্রিয় অভিনেতাকে। তিনি কে জানেন?
বিয়ের পিঁড়িতে বসলেন রবি সাউ এবং সুপ্রিয়া মন্ডল
সুপ্রিয়া যাকে বিয়ে করেছেন তিনিও বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেতা। নাম তার রবি সাউ। রাধা সিরিয়ালের জন্য খুবই বিখ্যাত হয়েছিলেন তিনি। এরপরেও আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন রবি। তারপর একান্নবর্তী, ফ্লাইওভারের মত সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। তারা যে বিয়ে করবেন এমনটা কেউই জানতেন না। তাই বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে সবাইকে চমকে দিলেন সুপ্রিয়া এবং রবি।
যতদূর জানা যায় সুপ্রিয়া মন্ডল পেশায় একজন ব্যবসায়ী। আর্থ পটারি শপ নামের একটি ব্যবসা রয়েছে তার। তিনি আদৃতের সঙ্গে ১০ বছর সম্পর্কে ছিলেন। প্রথমদিকে আদৃত যখন সিরিয়াল শুরু করেন তখন হামেশাই একসঙ্গে দেখা যেত দুজনকে। এমনকি তাদের বিয়েটাও ঠিক হয়ে গিয়েছিল। তবে ততদিনে নাকি কৌশাম্বী চক্রবর্তী সঙ্গে আদৃতের সম্পর্ক গড়ে উঠেছিল। তাই সুপ্রিয়া সরে যান। গত বছরই আদৃত এবং কৌশাম্বীর বিয়েটা হয়েছে।
আরও পড়ুন : তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান! আমিরের নতুন প্রেমিকা কত সুন্দরী দেখুন
View this post on Instagram
আরও পড়ুন : নায়িকাদের থেকে কম সুন্দরী নন আমির খানের ভাগ্নি! গ্ল্যামার দেখলে ঘুরে যাবে মাথা
এদিকে আদৃতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কয়েক মাসের মধ্যেই আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েন সুপ্রিয়াও। একজন নেভি অফিসারের সঙ্গে তার বাগদান হয়ে যায়। কিন্তু সেই সম্পর্কটাও এগোয়নি। অবশেষে সুপ্রিয়া বিয়ে করলেন রবি সাউকে। তাদের বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বহু তারকাও উপস্থিত হয়েছিলেন তাদের এই বিয়েতে।