দীর্ঘ ৩৭ বছরের বিবাহিত জীবন ছেড়ে আলাদা হয়েছেন গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজা। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডের এই তারকা দম্পতি নাকি এখন আর একসঙ্গে থাকেন না। শোনা যাচ্ছে গোবিন্দা নাকি বর্তমানে ৩০ বছরের এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে রয়েছেন। আর সেই কারণেই নাকি দুজনে বর্তমানে আলাদা থাকেন। অবশেষে এসব জল্পনা নিয়ে মুখ খুললেন গোবিন্দার স্ত্রী সুনিতা। বিচ্ছেদ প্রসঙ্গে কী বলছেন তিনি?
কেন একসঙ্গে থাকেন না গোবিন্দা এবং সুনিতা?
বর্তমানে গোবিন্দা এবং সুনিতা একই ছাদের তলায় থাকেন না। ছেলে ও মেয়েকে নিয়ে সুনিতা থাকেন একটি ফ্ল্যাটে। এবং তার সামনেই একটি বাংলোতে একা থাকছেন গোবিন্দা। স্বাভাবিকভাবেই উঠছিল প্রশ্নের আঙুল। এমনিতেই গোবিন্দার অতীতের বিতর্ক কিছু কম নেই। স্ত্রীকে লুকিয়ে বলিউড নায়িকাদের সঙ্গে অনেক সম্পর্কই করেছেন তিনি। ৬০ পেরিয়েও নাকি গোবিন্দার রোমান্স কমেনি। তার সঙ্গে নাম জড়িয়েছে হাঁটুর বয়সী এক অভিনেত্রীর। তবে সুনিতা এতদিনে জানালেন তাদের আলাদা থাকার কারণ।
কী বললেন সুনিতা?
একসঙ্গে না থাকার প্রসঙ্গে সুনিতা গোবিন্দার রাজনীতিতে যোগদান করাকেই দায়ী করেছেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা আলাদা থাকি কারণ গোবিন্দা যখন রাজনীতিতে যোগদান করলেন, তখন আমার মেয়ে বড় হচ্ছিল। এবং দলীয় কর্মীরা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আমরা বাড়িতে শর্টস পরে থাকি। তাই ঘনঘন বহিরাগতরা আসায় অস্বস্তি বোধ করতাম। সেই কারণেই আলাদা অফিস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
আরও পড়ুন : বিয়ের ৩৭ বছর পর ডিভোর্স! কেন ভাঙলো গোবিন্দা এবং সুনীতার সংসার
এরপর গোবিন্দার সঙ্গে তার বিচ্ছেদ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “এই পৃথিবীতে যদি কেউ আমাকে এবং গোবিন্দাকে আলাদা করার সাহস করেন তাহলে তাকে আমার মুখোমুখি হতে হবে।” সুনিতার এমন জবাবে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়লো বই কমলো না। এতদিন গোবিন্দা এবং সুনিতার ডিভোর্স নিয়ে চর্চা চলছিল। কিন্তু সেসব হাওয়ায় উড়িয়ে দিলেন সুনিতা তার জবাবে। তাহলে কি সবটাই মিথ্যে গুঞ্জন ছিল? নাকি প্রত্যেকবারের মতো আরও একবার স্বামীকে আর একবার সুযোগ দিলেন সুনিতা?