‘আয় তবে সহচরী’র পর নতুন সিরিয়ালে ফিরছেন ইন্দ্রনীল চ্যাটার্জী, বিপরীতে থাকবেন এই নতুন নায়িকা

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে আরও এক নতুন সিরিয়াল। সিরিয়ালের নায়ক ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee)। ‘আয় তবে সহচরী’র পর আবার সিরিয়ালে ফিরছেন ইন্দ্রনীল। সিরিয়ালের নাম ‘শোলক সারি’ (Sholok Saree)। নতুন এই সিরিয়ালে ইন্দ্রনীলের বিপরীতে নায়িকা কে হবেন? প্রকাশ্যে এল সেই অভিনেত্রীর নামও।

ব্লুজ প্রোডাকশনের আওতায় নতুন নায়িকাকে নিয়ে এবার শুরু হবে নতুন এক বাংলা সিরিয়াল। সম্প্রতি এই সিরিয়ালের প্রোমো এসেছে প্রকাশ্যে। সিরিয়ালের নায়িকা একেবারেই চেনা কেউ নন। ‘শোলক সারি’ সিরিয়ালের নায়িকা শোলকের ভূমিকায় অভিনয় করবেন সুকন্যা চক্রবর্তী। অভিনয় দুনিয়াতে এটাই তার প্রথম কাজ। এর আগে তিনি মডেলিং করেছেন।

Sholok Saree

সিরিয়ালের যে প্রোমো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে রঙিন সুতোয় শাড়ি বুনছে মফস্বলের দুটি মেয়ে। তাদের একজনের নাম শোলোক, অন্যজনের নাম সারি। তারা কাপড়ে যে ডিজাইন তোলে, সেই ডিজাইন এক শহুরে ডিজাইনার আঁচল মুখার্জী নিজের ডিজাইন বলে বিক্রি করে পুরস্কার পায়। এটা দেখে শোলোক সারিকে বলে একদিন তারা তাদের ডিজাইনের জন্য নিজেরাই পুরস্কার পাবে।

Sholok Saree

এরপরই দেখা যায় বড় গাড়ি করে সেখানে এসে উপস্থিত হয় আঁচল মুখার্জী। এই চরিত্রে অভিনয় করছেন অনন্যা বিশ্বাস। আঁচল শোলক এবং সারির দিকে টাকার বান্ডিল ছুঁড়ে বলে দোকান বন্ধ করে দিয়ে তার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে হবে এবার থেকে। কিন্তু রুখে দাঁড়ায় শোলক। সে বলে এই দোকান তাদের স্বপ্ন। সে তাদের স্বপ্নকে ছাড়তে পারবে না। এই কথা শুনে আঁচল জলন্ত কাঠ দোকানে ছুঁড়ে দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দোকান বাঁচাতে ছুটে যায় শোলক। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন নায়ক ইন্দ্রনীল চ্যাটার্জী, যিনি আবার আঁচল মুখার্জীর ভাই।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

Sholok Saree

আরও পড়ুন : নায়ক বদলেও লাভ হল না! বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

নতুন এই সিরিয়ালের প্রোমো বেশ পছন্দ হয়েছে দর্শকদের। যদিও কেউ কেউ বলছেন ব্লুজ প্রোডাকশন আবারও আঁচল, ত্রিশূল, জীবন সাথীর মত গল্প কপি করে নতুন সিরিয়াল এনেছে। কেউ কেউ আবার মিল পাচ্ছেন জড়োয়ার ঝুমকোর সঙ্গেও। তবে সে যাই হোক, সান বাংলার এই নতুন সিরিয়ালটি খুব শীঘ্রই শোলক এবং সারির গল্প বলতে আসবে।