মরে গিয়েও বেঁচে ফিরল নায়ক! দুর্দান্ত চমক এল এই বাংলা সিরিয়ালে

মরে গিয়েও আবার বেঁচে ফিরে এল নায়ক! জনপ্রিয় বাংলা সিরিয়ালের গল্পে আসছে ব্যাপক চমক। এবার হু হু করে বাড়বে টিআরপি। কথা হচ্ছে সান বাংলার (Sun Bangla) আকাশ কুসুম (Akash Kusum) সিরিয়ালটিকে নিয়ে। সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee) এবং কথা চক্রবর্তীর (Katha Chakraborty) জুটিতে অসমবয়সী প্রেমের গল্প নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল আকাশ কুসুম। এই সিরিয়ালটিকে প্রথম থেকেই দর্শকরা খুবই ভালোবাসা দিয়েছেন।

প্রথম থেকেই আকাশ কুসুম সিরিয়ালের গল্পে একের পর এক টুইস্ট এসেছে। রক্তিম ও ডালির প্রেম ও তাদের জীবনের নানা সংঘাত নিয়েই এতদিন এগিয়েছে গল্প। তবে গল্পের মোক্ষম টুইস্ট আসে রক্তিমের মৃত্যু দেখিয়ে। মালবিকা দেব বর্মনের ষড়যন্ত্রে রক্তিম মারা যায়। কিন্তু আসল টুইস্ট তো তখনও বাকি ছিল। কারণ রক্তিম আসলে মরেনি। আবার গল্পে কামব্যাক করলেন সম্রাট মুখোপাধ্যায়।

Akash Kusum

রক্তিমের মৃত্যুর পর মালবিকার হাত থেকে বাঁচতে ডালি তার সন্তানকে নিয়ে পালিয়ে যায় ফুল্লরা গ্রামে। এখানে সে চিত্রার বাড়িতে এসে ওঠে। কথায় কথায় জানতে পারে মালবিকা চিত্রাকেও ঠকিয়ে সর্বস্বান্ত করেছে। এই গ্রামেই ডালির সঙ্গে গ্রামের মোড়ল জগদম্মার আলাপ হয়। জগদম্মার ছেলে লালন হুবহু রক্তিমের মত দেখতে। আর এখান থেকেই গল্প এবার নিতে চলেছে দারুণ মোড়।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

Akash Kusum

আরও পড়ুন : বাংলা ছেড়ে হিন্দি ধারাবাহিকে পা রাখলেন এই জনপ্রিয় অভিনেতা! আসছে নতুন সিরিয়াল

লালনকে দেখে অবাক হয়ে যায় ডালি। এখন প্রশ্ন হল সত্যিই কি এই ব্যক্তি রক্তিম? নাকি রক্তিমের সঙ্গে তার শুধু চেহারার মিল রয়েছে? দর্শকরা অনুমান করছেন, লালনই আসলে রক্তিম। আসল সত্যিটা কী? সেটা জানা যাবে আগামী পর্বে। তাই লালনের আসল সত্যিটা জানতে আকাশ কুসুমের পরের এপিসোড মিস করবেন না যেন।