নায়িকা বদলানোই কাল হল! ৫ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় মেগা সিরিয়াল

আরও এক সিরিয়াল বন্ধের খবরে মন খারাপ দর্শকদের। স্টার জলসা এবং জি বাংলাতে যেমন একে একে নতুন সিরিয়াল আসছে তেমনই একের পর এক সিরিয়াল বন্ধও হয়ে যাচ্ছে। টিআরপির অভাবে মাত্র কয়েক মাসের মাথাতেই একের পর এক সিরিয়াল গল্প অসমাপ্ত রেখেই বিদায় নিচ্ছে। একই অবস্থা অন্যান্য চ্যানেলগুলোরও। এবার যেমন শোনা যাচ্ছে সান বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল বসু পরিবার নাকি বন্ধের মুখে।

সম্প্রতি স্টুডিও পাড়া থেকেই সান বাংলার এই সিরিয়ালের বন্ধের পাকা খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই নাকি সিরিয়ালটির অন্তিম শুটিং হয়ে গিয়েছে। তবে সবথেকে অবাক করার মত বিষয় সিরিয়ালটির মেয়াদ মোটে ৫ মাস হয়েছিল। এত তাড়াতাড়ি যে এই সিরিয়ালটি বন্ধ হয়ে যেতে পারে এমনটা আশা করেননি দর্শকরাও। আসলে কিছুদিন আগেই এই সিরিয়ালের নায়িকার মুখ পরিবর্তন হয়েছিল। সিরিয়ালটি যখন শুরু হয় তখন নায়িকা ছিলেন শ্রীমা ভট্টাচার্য।

Basu Paribar

বসু পরিবার সিরিয়ালের কাস্টিংয়ে ছিল ব্যাপক চমক। অরিন্দম গাঙ্গুলী, শ্রীমা ভট্টাচার্য থেকে শুরু করে সন্ধ্যাতারা সিরিয়াল খ্যাত নায়ক সৌরজ্যোতি ব্যানার্জী ছিলেন অভিনয়ে। কিন্তু পায়ে হঠাৎ চোট পাওয়ার কারণে তাকে মাঝ পথেই সিরিয়াল ছেড়ে দিতে হয়। এরপর শ্রীমার জায়গায় আসেন সম্পূর্ণা মন্ডল। সম্পূর্ণাকে নিয়ে বেশ ভালই এগোচ্ছিল শুটিং। কিন্তু হঠাৎ এলো এই দুঃসংবাদ।

আরও পড়ুন : স্লট লিডার হয়েও রক্ষে নেই! ৫ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

Basu Paribar

আরও পড়ুন : আসছে ‘চিরদিনই তুমি যে আমার’! রইল জি বাংলার নতুন সিরিয়ালের প্রোমো

২০২৪ সালের ৩০ শে অক্টোবর বসু পরিবারের সম্প্রচার শুরু হয়েছিল। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শোনা যাচ্ছে এই ধারাবাহিকের অন্তিম শুটিং নাকি হয়ে গিয়েছে। মাত্র ৫ মাসেই বসু পরিবারের যাত্রা শেষ হল। এই খবর পেতেই কার্যত দর্শকরা বেশ আশাহত হয়েছেন। এই জায়গাতে নতুন কোন সিরিয়াল সম্প্রচার হবে এখনও জানায়নি সান বাংলা।