কুম্ভস্নানের নামেও নাটক! পুণ্য স্নান নয়, মুখ ধুতে গিয়েছেন মহাকুম্ভে? ব্যাপক ট্রোল্ড হলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী। সাধারণ থেকে তারকা, দলে দলে প্রয়াগরাজে ছুটছেন কুম্ভস্নানের উদ্দেশ্যে।। বাংলা সিরিয়ালের অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জীও তার স্বামী সৌম্য বক্সীর সঙ্গে প্রয়াগরাজে পৌঁছেছিলেন। স্বামীর হাত ধরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে দেখা গেল অভিনেত্রীকে। কিন্তু সুদীপ্তার স্নান দেখে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে সমালোচনা।
স্বামীর সঙ্গে কুম্ভ স্নানে গিয়েছিলেন সুদীপ্তা ব্যানার্জী
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে স্বামী সৌম্য বক্সীর সঙ্গে ত্রিবেণী সঙ্গমে জলে নেমে স্নান করতে দেখা গেল সুদীপ্তাকে। দুজনেরই পরনে ছিল গেরুয়া পোশাক। কিন্তু স্বামীর হাত ধরে জলে নামলেও ডুব দিলেন না সুদীপ্তা। সৌম্যকে গঙ্গার জলে ডুব দিয়ে স্নান করতে দেখা গেলেও সুদীপ্তা কোনওরকমে মুখ ছোঁয়ালেন গঙ্গার জলে। আর এটা দেখেই সোশ্যাল মিডিয়াতে বইছে ট্রোলের বন্যা।
কে কী বলছেন?
নেটিজনরা কেউ লিখছেন, “প্রাণবাজি রেখে কোটি কোটি লোক মহাকুম্ভে গিয়েছে আর সেলেবদিদি গেছেন মুখ ধুতে আর ভিডিও করতে।” কেউ লিখছেন, “ফটো তুলতেই গিয়েছেন স্নান করতে যাননি।” কারও মতে আবার সবটাই “নাটক”। কেউ মজা করে লিখছেন, “মুখ ধুতে এতদুর গিয়েছেন?” কারও মন্তব্য, “বাড়িতে জল নেই, তাই মহাকুম্ভে গিয়েছে মুখ ধুয়ে পাপ সাফ করে পুণ্য অর্জন করতে।” আবার কেউ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে খোঁচা দিয়ে সুদীপ্তাকে লিখেছেন, “আপনাদের দিদির হয়ে লড়বেন আবার হিন্দু বলে পরিচয় দিচ্ছেন, এটা দেখে ভালো লাগলো আপনি যে হিন্দু সেটা ভোলেননি।”
আরও পড়ুন : সেরা নায়ক-নায়িকা থেকে বর-বউ! জি বাংলা সোনার সংসারে কে কোন পুরস্কার পেল?
আরও পড়ুন : কুম্ভমেলার মোনালিসা এখন বলিউড নায়িকা! প্রথম সিনেমা থেকে কত পারিশ্রমিক পাবেন মোনালিসা?
আসলে সুদীপ্তার স্বামী সৌম্য বক্সী সক্রিয় তৃণমূল নেতা। দু বছর আগেই তারা বিয়ের পিঁড়িতে বসেছেন। সাত ভাই চম্পা সিরিয়ালের রানী মণিমল্লিকা বলুন কিংবা সোহাগ জল সিরিয়ালের বেণী বৌদি, খলনায়িকার চরিত্রে বরাবরই দুর্দান্ত অভিনয় করেন বাংলা সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রী। এখন অবশ্য সিরিয়ালে তেমন দেখা যাচ্ছে না তাকে। তবে বাস্তব জীবনে তার ফ্যান ফলোয়ার্স প্রচুর। তবুও কুম্ভস্নানে গিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোলের মুখে পড়তে হল সুদীপ্তাকে।