কোন স্কুলে পড়ে সুদীপা চ্যাটার্জীর ছেলে? মাস গেলে মাইনে কত দিতে হয়?

রান্নাঘরের সুদীপা ওরফে সুদীপা চ্যাটার্জী এখন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। বেশ কয়েক বছর হয়ে গেল রান্নাঘর ছেড়েছেন সুদীপা। এখন তার দিন কাটে বাড়িতেই অনলাইনে শাড়ি‌ ও গয়নার ব্যবসা করে এবং একরত্তি ছেলেকে মানুষ করতে করতে। সদ্য স্কুলে ভর্তি হয়েছে সুদীপা চ্যাটার্জী এবং অগ্নিদেব চ্যাটার্জীর একমাত্র ছেলের নাম আদিদেব চ্যাটার্জী। কোন স্কুলে পড়ে সে? মাসে ছেলের স্কুলের পেছনে কত টাকা খরচ করেন সুদীপা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আদিদেবের স্কুলের একটি ছবি শেয়ার করেন সুদীপা। আদিদেব সম্প্রতি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠেছে। একজন স্কুল শিক্ষকের সঙ্গে আদিদেব এবং সুদীপা একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আদিদেবের প্রিয় শিক্ষকের সঙ্গে ওর শেষ ছবি- ও এখন গেল ক্লাস ২-তে। আমরা আপনাকে মিস করব সাইমন স্যার। আদি এদিন খুব কেঁদেছে, যেহেতু ও আর সাইমন স্যারের ক্লাস করতে পরবে না। আমাদের শুভেচ্ছা আর প্রার্থণা সবসময় আপনার সঙ্গে থাকবে স্যার। ধন্যবাদ ওর পাশে থাকার জন্য, যখনই আদির প্রয়োজন হয়েছে, ঠিক তখনই আপনার নিঃসার্থ ভালোবাসা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।’’

আরও পড়ুন : ‘ঘরভাঙ্গানি’, ৮ বছর সহবাসের পর বিয়ে! স্বামীকে খোলা চিঠি লিখলেন রান্নাঘরের সুদীপা

কোন স্কুলে পড়ে সুদীপা চ্যাটার্জীর ছেলে আদিদেব চ্যাটার্জী?

সুদীপা আদিদেবকে ভর্তি করিয়েছেন বেহালার সেন্ট জেমস স্কুলে। কলকাতা শহরের বুকে ১৫০ বছরের পুরনো এই স্কুল এই শহরের নামী ঐতিহ্যবাহী স্কুলগুলোর মধ্যে অন্যতম। আই সি এস সি বোর্ডের এই স্কুলে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে। স্কুলটি বয়েজ স্কুল। এখানে ছাত্রদের পড়াশোনার খরচ থাকে লাখের উপর। ভর্তি সময়ই খরচ হয় ২ লাখ টাকার আশেপাশে। তারপর নার্সারি স্টুডেন্টদের জন্য মাস গেলে ৬০০০ টাকার আশেপাশে মাইনে লাগে। পরের বছর থেকে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা মাইনে দিতে হয়। অর্থাৎ বছরে ছেলের পড়াশোনার পেছনেই সুদীপার খরচ থাকে লাখ টাকার উপরে।