কেন বাংলা সিরিয়াল দেখছেন না দর্শকরা? চোখে আঙুল দিয়ে দেখালেন রান্নাঘরের সুদীপা

আর কতদিন শাঁখা সিদুরের দিব্যি দিয়ে একই গল্প বারবার চালাবে বাংলা সিরিয়াল (Bengali Serial)? এবার বাংলা ইন্ডাস্ট্রির দিকে সরাসরি প্রশ্ন তুললেন রান্নাঘরের সুদীপা। বাংলা সিরিয়ালের সেই একঘেয়ে নারীর উপর অত্যাচারের গল্প চলে আসছে দিনের পর দিন। এসব দেখে তিতিবিরক্ত সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বোঝালেন কেন বাংলা সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা।

সুদীপা চ্যাটার্জী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন একটি পাকিস্তানি ড্রামা নিয়ে। যার নাম ‘কভি মে কভি তুম’। দর্শকদের মধ্যে এই সিরিয়ালটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে সিরিয়ালের অন্তিম পর্বের সম্প্রচার সিনেমা হলে করা হচ্ছে দর্শকদের দাবি মেনে। এই প্রসঙ্গেই বাংলার সিরিয়ালের তুলনা টেনেছেন সুদীপা। তিনি লিখেছেন, “একটি টিভি সিরিয়াল সারা দেশের সিনেমা হলে শেষ মেগা এপিসোড রিলিজ করছে। আজ সারা দেশে হাজার হাজার লোক মিলে সিনেমা হলে এই এপিসোডটা দেখবে, পারলে এই সিরিয়ালটি ইউটিউবে দেখে নেবেন, কভি ম্যায় কভি তুম। এখানে শুধুমাত্র নায়িকাই রান্না করবে, বাসন মাজবে, মন্দিরে প্রদীপ জ্বালাবে….. আবার বরকে বাবু আর আপনি বলে সম্মোধন করবে। এবং এখানেই শেষ নয়- শাশুড়ি মায়ের অত্যাচার মুখ বুজে সইবে।”

SUDIPA CHATTERJEE

এরপর তিনি লেখেন, “দাঁড়ান! দাঁড়ান! এখানেই শেষ নয়, আরও আছে। বন্দুক হাতে অশুভ শক্তির নিধন করবে। আর মাঝে মাঝে, বরের প্রেমিকা বা বউকে সাহায্য করবে । এটা কোন বর্বরতার দিকে মেয়েদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে? দর্শকরা বাধ্য হচ্ছেন, আমাদের প্রতিবেশী দেশ- পাকিস্তানের সিরিয়াল মুগ্ধ হয়ে দেখতে। কি সুন্দর গল্পের বন্ধন, কি ন্যাচরাল মেকআপ, কি স্বাভাবিক জামা কাপড়, কোনও সেট নয়। সব আসল লোকেশনে শ্যুটিং । বাঘা বাঘা অবিনেতারা তাতে। আমরা কোনওদিনও ভাবতে পারি একটা গল্প মানুষ এত পছন্দ করেছে যে নির্মাতারা বাধ্য হয়ে, Theatrical release করছে শেষ এপিসোড? আর কবে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বুঝবেন, যে দর্শক টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? বাধ্য হচ্ছেন- বাংলাদেশি নাটক, পাকিস্তানি সিরিয়াল,আর কোরিয়ান ড্রামা দেখতে। এটা কতদিন অস্বীকার করবেন? সেই এক গল্প, এক পোশাক, এক সেট। এবার জাগুন! আর কতদিন শাঁখাঁ-সিঁদুরের দিব্যি দিয়ে এক গল্প নতুন মোড়কে চালাবেন?”

আরও পড়ুন : বাঙালি হয়েও রবীন্দ্রনাথের অপমানে হেসে গড়ালেন কাজল! ছিঃ ছিঃ করছে গোটা দেশ

সুদীপা সাফ সাফ বলেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রিকে নিয়ে ছেলেখেলা চলছে। এটা বেশিদিন চলতে পারে না। তিনি নিজেও এই ইন্ডাস্ট্রির একজন সদস্য। ইন্ডাস্ট্রিকে তিনি ভালবাসেন। এই ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছুই দিয়েছে। প্রচুর মানুষের পরিবার চলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। কিন্তু সেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির মান ক্রমাগত নিচের দিকে নামছে। সেই তুলনায় পাকিস্তানি, বাংলাদেশী, কোরিয়ান কনটেন্ট এখন গোটা দুনিয়া কাঁপাচ্ছে। পিছিয়ে পড়ছে বাংলা। আর সেই কারণেই মন খারাপ সুদীপার। এখন অবশ্য সুদীপার টিভি ইন্ডাস্ট্রি থেকে দূরেই আছেন। ইউটিউবে বিভিন্ন পোস্ট করেন তিনি। সেই সঙ্গে সুদীপা চালাচ্ছেন শাড়ি ও গয়নার ব্যবসা।

আরও পড়ুন : কথা বাদ, গীতাও ফেল! কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার?

উল্লেখ্য, সুদীপার এই আশঙ্কা কিন্তু একেবারে ফেলনা নয়। এমনিতেই বাংলা সিরিয়ালের টিআরপির হাল খুবই খারাপ। অধিকাংশ সিরিয়াল এখন টিআরপির অভাবে গল্প অসমাপ্ত রেখেই বন্ধ করে দিতে হয়। আগে যেখানে এক একটি সিরিয়াল কয়েক বছর পর্যন্ত আরামসে চলতো সেখানে কয়েক মাস পর্যন্ত গল্প টেনে নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন নির্মাতারা। বাংলার দর্শকরাই বাংলা সিরিয়াল দেখতে চাইছেন না। ক্রমাগত পড়ছে টিআরপি। অনলাইনের দৌলতে দিনে দিনে বিদেশী কনটেন্টের প্রতি বাড়ছে তাদের আগ্রহ।