রাতারাতি বদলে গেল নায়ক! ‘গীতা এলএলবি’তে পা রাখবেন এই নতুন অভিনেতা

বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার গীতা এলএলবি সিরিয়ালের টিআরপি কমছে। যেদিন থেকে জি বাংলা চিরদিনই তুমি যে আমার সিরিয়াল সম্প্রচার শুরু করেছে, সরাসরি গীতা এলএলবির টিআরপির আসনে পড়েছে টান। তাই এবার গল্পকে আরও বেশি জমজমাট করতে বিরাট এক পরিবর্তনের পথে এগোচ্ছেন নির্মাতারা। রাতারাতি বদলে দেওয়া হবে এই সিরিয়ালের অভিনেতাকে।

এই খবর প্রকাশ্যে আসার পর থেকে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুকের ফ্যান পেজগুলোতে। দর্শকদের দাবি স্বস্তিক মুখার্জী অর্থাৎ কুনাল শীলের সঙ্গে গীতার জুটি দারুণ জমেছে। সেই জায়গায় তার বদলে অন্য কোনও অভিনেতাকে আনলে বরং হিতে বিপরীত হতে পারে। তাই তারা মোটেও চাইছেন না কুনাল শীলকে সরিয়ে সেই জায়গায় নতুন কোনও অভিনেতাকে আনা হোক। তবে দর্শকদের বিশেষ চিন্তার কারণ নেই। কারণ এই ধারাবাহিকের প্রধান নায়কের মুখ বদল হচ্ছে না। মুখ বদল হচ্ছে স্বস্তিকার দাদা অঙ্কিত চরিত্রটির।

Geeta LLB

এই সিরিয়ালে অঙ্কিতের চরিত্রটি গ্রে শেডের চরিত্র। সম্পর্কে সে স্বস্তিকের দাদা, গীতার জামাইবাবু। এতদিন এই চরিত্রে যিনি অভিনয় করছিলেন তার বদলে নতুন অভিনেতাকে আনা হচ্ছে। সম্ভবত এবার অঙ্কিতকে নিয়ে গল্প বিরাট মোড় নেবে। আর সেই কারণেই অঙ্কিতের রূপে ধারাবাহিকে প্রবেশ করছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। ইতিমধ্যেই নতুন অঙ্কিতের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন : চরম কষ্টে কেটেছে ছোটবেলা! তেঁতুল পাতা সিরিয়ালের ঝিল্লির জীবন সিনেমার থেকে কম নয়

Geeta LLB

আরও পড়ুন : বন্ধ রোজগার, মেয়ে দেখে না! চূড়ান্ত অর্থকষ্টে ভুগছেন ‘গীতা এলএলবি’র ব্রজবালা দেবী

আসলে বর্তমানে গীতা এলএলবির টিআরপির যে হাল তাতে অবিলম্বে গল্পে কিছু নতুন টুইস্ট আনতে হবে। নয়তো চিরদিনই তুমি যে আমারের কাছে সব খুইয়ে বসবে এই সিরিয়াল। এতদিন গীতা জি বাংলার একের পর এক সিরিয়ালকে চ্যালেঞ্জ ছুঁড়েছে। এখন টিআরপিতে সে নিজেই চ্যালেঞ্জের মুখে। গীতা এলএলবির গল্প যাতে নতুন মোড় নিতে পারে সেই কারণেই অঙ্কিতের চরিত্রের উপর বাজি ধরতে চলেছেন নির্মাতারা।