লাজ-লজ্জার মাথা খেয়ে প্রকাশ্যেই চুমু খেলেন রাজ-শুভশ্রী! ছিঃ ছিঃ করছে নেট পাড়া

দেখতে দেখতে ৫০শে পা দিলেন রাজ চক্রবর্তী। বরের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলী। তার মধ্যে ছিল তাদের অন্তরঙ্গ ছবিও। আর সেই ছবি দেখেই সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ট্রোলিং শুরু হল টলিউডের এই পাওয়ার কাপলকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে এরকম আদুরে ছবি এর আগেও শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। নিন্দে আর অপমান জুটেছে তখনো। তবে সেসবকে পাত্তা দেন না রাজশ্রী। বরং সমালোচকদের যোগ্য জবাব দিলেন তারা।

৫০ শে পা দিলেন রাজ চক্রবর্তী

দেখতে দেখতে রাজ ও শুভশ্রীর বিয়ের বয়স প্রায় সাড়ে ৪ বছর পার হয়েছে। তাদের প্রেম, বিয়ে, সংসার, সন্তান, সবটাই যেন রূপকথার মত সাজানো। টলিউড ইন্ডাস্ট্রিতে ব্রেকআপ, ডিভোর্স যেখানে জলভাত সেখানে রাজ ও শুভশ্রীর সম্পর্ক সত্যিই অনুপ্রেরণা দেবে। স্বামীর ৫০ তম জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন শুভশ্রী। তারমধ্যে রয়েছে তাদের ডেটিং, বিয়ে, ভ্যাকেশনে সময় কাটানো থেকে বাবা-মা হওয়ার সময়ের ছবি। রয়েছে কিছু অন্তরঙ্গ ছবিও। একটি ছবিতে রাজ এবং শুভশ্রী লিপ লক অবস্থায় দেখা যাচ্ছে। সেটা নিয়েই শুরু হয়েছে ট্রোলিং।

Raj and Subhasree

রাজ চক্রবর্তী জন্মদিনে শুভশ্রীর করা পোস্ট

সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “শুভ জন্মদিন পার্টনার। তোমার জীবন আনন্দে ভরে উঠুক এই কামনা করি। মাই লাভ। আমি জানিনা কীভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার সঠিক অনুভূতি জানতে পেরেছে।” এর উত্তরে রাজ লিখেছেন, “মাই লাভ তুমিই সেরা।” এই পোস্টের কমেন্টে অনেকে তারকা এবং সাধারণ মানুষেরা ভালোবাসা এবং শুভেচ্ছা দিচ্ছেন এই তারকা জুটিকে।

আরও পড়ুন : দেব-শুভশ্রী থেকে রচনা, টলিউড তারকাদের কার ফ্ল্যাটের দাম কত?

আরও পড়ুন : কাজ দেয় না টলিউড! চরম আক্ষেপে ভুগছেন সাবিত্রী চট্টোপাধ্যায়

ট্রোলারদের যোগ্য জবাব দিলেন রাজ

লিপলক করা অন্তরঙ্গ ছবি শেয়ার করায় রাজ ও শুভশ্রীকে অনেকেই কটু কথা বলছেন। তবে এই প্রসঙ্গে রাজ সংবাদমাধ্যমে একবার বলেছিলেন, “কেউ প্রশংসা করবে বা কটাক্ষ করবে বলে তো আমরা কিছু করিনি। চুমু খেতে ইচ্ছে হয়েছে তাই করেছি। সব সময় করব। আমি আমার বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির বৌদিকে তো নয়। কে কী বলল তার জন্য তো আমি আমার বউকে কিস করা বন্ধ করতে পারি না। বরং আরও দুটো বেশি কিস করতে পারি।”