টলিউড জুড়ে এখন শুধুই বিনোদিনী। দেবের প্রযোজনা সংস্থার আওতায় রুক্মিণী মৈত্রের এই সিনেমা নিয়ে চর্চা এখন তুঙ্গে। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বিনোদিনী একটি নটির আখ্যান’ সিনেমাটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে। কিন্তু এরই মধ্যে আবার নতুন এক বিনোদিনীকে নিয়ে চর্চা শুরু হয়েছে টলিউডের অন্দরে। রুক্মিণীর পর নাকি এবার শুভশ্রী গাঙ্গুলীও বিনোদিনী হয়ে আসছেন। আর এই খবর পাওয়ার পরেই এক অঘোষিত প্রতিযোগিতার আন্দাজ পেয়ে টলিউড সরগরম।
রুক্মিণীর বিনোদিনীর প্রযোজক দেব। নায়িকা তার বর্তমান প্রেমিকা। অন্যদিকে সৃজিত মুখার্জী সম্প্রতি ঘোষণা করেছেন শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে তিনি নতুন একটি সিনেমা বানাবেন যেখানে বিনোদিনীর ভূমিকায় থাকবেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী। এই কথা শুনে সকলেই অবাক। দেবকে এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি যা বলেন তাতে তার বিরক্তি স্পষ্ট ধরা পড়েছে। দেবের কথায়, “আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানিনা।”
উল্লেখ্য, সৃজিতের সিনেমাটির নাম হবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই সিনেমার প্রযোজনা করবেন রানা সরকার। প্রযোজকের কথায়,“বেশ কিছু কথা বলতে চাই। আমাদের ছবিটা কিন্তু বিনোদিনীকে নিয়ে শুধু নয়। ছবির একটা অংশ বিনোদিনীকে কেন্দ্র করে। আর সেখানেই অভিনয় করবেন শুভশ্রী। যারা ভাবছেন রামকমলের বিনোদিনী (পরিচালক) মুক্তির পরেই এরকম একটা ঘোষণা প্ল্যানমাফিক করা হয়েছে, তাঁদেরকে বলতেই চাই। বছর তিনেক আগে যখন জানা যায়, রাম বিনোদিনীকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখন আমরাই কিন্তু আমাদের ছবি বানানো স্থগিত রাখি। যাতে একইসঙ্গে দুই বিনোদিনীকে নিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়।’’
আরও পড়ুন : একেই বলে সোনা বাঁধানো কপাল! খাদানের পর এবার আরও বড় ছবিতে ‘কিশোরী’ ইধিকা
আরও পড়ুন : অতিরিক্ত আধ ঘন্টার সিন নিয়ে ওটিটিতে আসছে পুষ্পা ২! কবে কোথায় মুক্তি পাবে ‘আনকাট পুষ্পা ২’?
তবে যে যাই বলুন না কেন দুই বিনোদিনীকে নিয়ে টলিউডে যে সংঘাত বাঁধবে তা নিশ্চিত। রক্ষে এটাই যে রুক্মিণীর বিনোদিনী ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আর শুভশ্রীর বিনোদিনী মুক্তি পেতে এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু শেষ পর্যন্ত কোন বিনোদিনী সেরা হবেন সেটা স্থির করবেন দর্শকরাই। তাই দর্শকদের রায়ের অপেক্ষায় টলিউড।