গোটা গায়ে সরষের তেল মেখে ছবি তুললেন! শুভশ্রীকে দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়াতে প্রায়ই ট্রোলিংয়ের মুখে পড়তে হয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। বিশেষ করে তার ফটোশুট, নিত্য নতুন লুকস এসব নিয়েই বেশি কাটা ছেঁড়া হয় সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেমন এবারেও নতুন একটি ফটোশুটকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে হল অভিনেত্রীকে। ওয়েট লুকসে এসভিএফ-হইচই এর একটি ইভেন্ট গল্পের পার্বণ ১৪৩২ -এ গিয়েছিলেন শুভশ্রী। সেখানে তাকে দেখে বেজায় ট্রোল করলেন নেট নাগরিকরা।

ওয়েট লুকসে বেজায় ট্রোল্ড হলেন শুভশ্রী গাঙ্গুলী

গ্ল্যামার দুনিয়াতে ওয়েট লুকসের বেশ প্রচলন রয়েছে। নায়ক-নায়িকা এবং মডেলরা ফটোশুট করেন ওয়েট লুকসে। শুভশ্রী এদিন সাদা রঙের একটি অফ সোল্ডার গাউন পরেছিলেন। তার সঙ্গে লাল লিপস্টিক এবং জেল লাগানো খোলা চুল, শরীর থেকে যেন তেল চুঁইয়ে পড়ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই নানামুনির নানা মত। ট্রোল এবং কটাক্ষ ছুঁড়তে শুরু করলেন শুভশ্রীকে উদ্দেশ্য করে।

 Subhashree Ganguly

কে কী বলছেন

কেউ লিখলেন, “দিদি কি মাথায় নারকেল তেল মাখসো?” কেউ লিখলেন, “এত তেল কেউ মাখে?” কারণ মন্তব্য, “সরষের তেল মেখেছো কেন এত?” তবে কেউ কেউ প্রশংসা করে লিখছেন শুভশ্রী পুরনো দিনের হলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের লুকস রিক্রেট করেছেন এবং তাকে দুর্দান্ত দেখতে লাগছে। তবে নিন্দে বা প্রশংসার কিন্তু কোনও জবাব শুভশ্রী দেননি।

আরও পড়ুন : বহুদিন পর পর্দায় ফিরবে ‘কড়িকোমল’ টুম্পা, দেখা যাবে এই সিরিয়ালে

আরও পড়ুন : বহু বছর পর ফিরবে দেব ও শুভশ্রী জুটি! আসছে কোন সিনেমা?

আসলে এই প্রথম নয় সোশ্যাল মিডিয়াতে এর আগেও বহুবার চেহারা নিয়ে কটাক্ষ শুনেছেন অভিনেত্রী। কখনো লিপ ফিলার করানো নিয়ে, কখনো মাতৃত্বের পর ওজন বেড়ে যাওয়াতে বারবার কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে সেসবকে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী। তিনি শুধু তার কাজের উপর ফোকাস রাখেন। শীঘ্রই হইচইতে তার একটি ওয়েব সিরিজ মুক্তি পাবে যার নাম অনুসন্ধান। ক্রাইম জার্নালিজমের উপর এই ওয়েব সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের ভূমিকাতে অভিনয় করবেন।