নতুন সিরিয়ালে মুখ্য ভূমিকায় ফিরছেন ‘স্ত্রী’ ধারাবাহিকের নেহা, কবে, কোন চ্যানেল, জানালেন সুখবর

জি বাংলার (Zee Bangla) স্ত্রী (Stree) ধারাবাহিকের নায়িকা নেহা আমনদীপকে (Neha Amandeep) নিশ্চয়ই এতদিনে ভুলে যাননি বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শকরা? এই ধারাবাহিকের হাত ধরেই বাংলা সিরিয়ালে পথ চলা শুরু হয়েছিল অবাঙালি এই অভিনেত্রীর। তার অভিনয় দর্শকরা দারুণ পছন্দ করেছিলেন। তার সৌন্দর্য এবং অভিনয়, দুইই প্রশংসা পেয়েছে দর্শকদের থেকে। কিন্তু একটা সময় পর তিনি হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে।

স্ত্রী ধারাবাহিকের পর আর নতুন করে কোনও সিরিয়ালে দেখা মেলেনি নেহার। দীর্ঘ বেশ কয়েক বছর তিনি ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে রেখেছেন। এই সময়কালে তার ভক্তদের মনে তাকে নিয়ে প্রশ্ন জেগেছে বারবার। কেন তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন? তিনি কি নতুন করে কোনও পেশা বেছে নিয়েছেন? কবে আবার পর্দায় ফিরবেন নেহা? অবশেষে ভক্তদের সকল জিজ্ঞাসা মেটালেন অভিনেত্রী।

খুব শীঘ্রই স্টার জলসার নতুন একটি সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নেহাকে। সিরিয়ালের নাম বাংলা মিডিয়াম। এই সিরিয়ালে নায়ক এবং নায়িকার ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা লেপচা। তাদের সঙ্গে এবার এই সফরের সঙ্গী হতে চলেছেন নেহা। তাকে সেকেন্ড লিড হিসেবে দেখানো হবে এই সিরিয়ালে। সম্ভবত নীলের প্রেমিকার ভূমিকায় নেহাকে কাস্ট করা হয়েছে।

একসময় জীবনে অনেকখানি অন্ধকার ঘিরে ধরেছিল তাকে। তবে সবকিছু ভুলে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছেন নেহা। জি বাংলার দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেহা জানিয়েছিলেন একটা সময় তিনি প্রচন্ড মানসিক অবসাদে ভুগছিলেন। এমনকি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।

মানসিক অবসাদের কারণে টানা দুই বছর নিজেকে কাজের জগৎ থেকে আলাদা করে ফেলেছিলেন নেহা। ওই সময় তার মা তাকে একটি মন্দিরে নিয়ে যান এবং সেখানে কিছু পূজা-পার্বণ করার পর নেহার জীবনে আবার পজেটিভনেস ফিরে আসে। আগের তুলনায় এখন অনেক মানসিক শান্তিতে রয়েছেন নেহা। অতীতকে পেছনে ফেলে তিনি আবার নতুনভাবে জীবন শুরু করতে চান।

বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী স্ত্রী ধারাবাহিকের পর কনে বউ সিরিয়ালেও কিছুদিন কাজ করেছিলেন। তারপর থেকে তাকে আর পর্দায় দেখা যায়নি। শেষবার তাকে দিদি নাম্বার ওয়ানের সেটেই দেখা গিয়েছিল। বহু বছর বাদে আবার নেহা ফিরছেন টেলিভিশনের পর্দায়। তার কাম ব্যাকের খবরে দারুণ খুশি দর্শকরা।