২০২৫ সালে বলিউডে পা রাখছে এই ৭ তারকা সন্তান

রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান, বলিউডে পা রাখতে চলেছেন একঝাঁক স্টারকিড। ২০২৫ সাল থেকেই যেন শুরু হচ্ছে বলিউডের নতুন প্রজন্ম। রবিনা, সেইফ আলি খান, শাহরুখ খান, অজয় দেবগন, সঞ্জয় কাপুরের ছেলেমেয়েরাই এখন বলিউডের ভবিষ্যৎ। নতুন বছরেই তারা শুরু করলেন তাদের বলিউড (Bollywood) জার্নি। তালিকায় রয়েছেন,

১. রাশা থাদানি (Rasha Thadani) : রবিনা ট্যান্ডনের ভক্তদের বহুবছরের অপেক্ষার অবসান হল। অবশেষে বলিউডে পা রাখলেন রবিনার মেয়ে রাশা। সৌন্দর্যে মায়ের থেকে কম কিছু নন তিনি। বলিউডে পা রাখার আগেই সোশ্যাল মিডিয়াতে রাশার জনপ্রিয়তা তুঙ্গে। তার রূপে মুগ্ধ নেট নাগরিকরা। রবিনা-কন্যা অভিনয় দিয়ে কতটা মন জয় করতে পারবেন দর্শকদের? সদ্য মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘আজাদ’। এছাড়া নাকি আরও একটি সিনেমা রয়েছে তার ঝুলিতে।

Rasha Thadani And Aman Devgan

২. আমান দেবগন (Aman Devgan) : আজাদ সিনেমা দিয়ে রাশার সঙ্গেই বলিউডে পা রাখলেন আমান দেবগন। সম্পর্কে তিনি অজয় দেবগনের ভাগ্নে। ভাগ্নের প্রথম সিনেমা বলে কথা। ছবি হিট করতে ও ভাগ্নেকে সাপোর্ট করতে সিনেমাতে অভিনয় করে ফেলেছেন অজয়ও।

৩. ইব্রাহিম খান (Ibrahim Khan) : সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিমও ২০২৫ সালেই শুরু করবেন তার অভিনয় জার্নি। আসছে তার প্রথম সিনেমা ‘সরজমিন’। এই সিনেমাতে থাকবেন বলিউড অভিনেত্রী কাজলও। অবশ্য ইব্রাহিমের বলিউড জার্নি শুরু হয়েছিল কয়েক বছর আগেই। করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি।

Veer Pahariya

৪. বীর পাহাড়িয়া (Veer Pahariya) : বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের সম্পর্ক নিয়ে বেজায় চর্চা চলছে। সেই শিখর পাহাড়িয়ার ভাই বীর পাহাড়িয়াও পা রাখবেন বলিউডে। তিনি আবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। অক্ষয় কুমার এবং সারা আলি খান এর ‘স্কাইফোর্স’ সিনেমাতে দেখা যাবে বীরকে।

৫. শনায়া কাপুর (Sanaya Kapoor) : সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের মেয়ে শনায়াও পিছিয়ে নেই। তার কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর ও দাদা অর্জুন কাপুর। তার বলিউডে প্রবেশ কার্যত ছিল সময়ের অপেক্ষা। এবার বিক্রান্ত মাসের সঙ্গে ‘আঁখো কি গুস্তাখিয়া’ সিনেমা দিয়ে শুরু হবে তার বলিউড কেরিয়ার। প্রথমে শোনা গিয়েছিল করণ জোহরের ‘বেধড়ক’ সিনেমা দিয়েই নাকি শনায়ার ডেবিউ হবে। কিন্তু পরে মত পাল্টে ফেলেন করণ।

আরও পড়ুন : কত সম্পত্তির মালিক সেইফ আলি খান? প্রকাশ্যে এল ছোটে নবাবের সম্পত্তির খতিয়ান

Aahan Pandey

আরও পড়ুন : বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে প্রেম! প্রকাশ্যে এল শাহরুখ খানের ছেলের প্রেমিকার পরিচয়

৬. আহান পান্ডে (Aahan Pandey) : অনন্যি পান্ডের তুতো ভাই আহানও অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলিউডে প্রবেশ করার। যশরাজ ফিল্মসের ব্যানারে এই মুহূর্তে কাজ করছেন তিনি। এই বছরই তার প্রথম সিনেমাটি মুক্তি পাবে।

৭. আরিয়ান খান (Aryan Khan) : লাস্ট বাট নট দ্যা লিস্ট। আরিয়ান খানের কথা না বললেই নয়। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান বাবার মত অভিনেতা হতে চান না। তার আগ্রহ ক্যামেরার পেছনে বসে পরিচালনার দিকে। এই বছরই মুক্তি পাবে আরিয়ানের পরিচালনার প্রথম সিরিজ ‘স্টারডম’।

সুপারস্টার বাবা-মায়ের সাফল্যের ধারা ধরে রাখতে পারবেন কি এই তারকা সন্তানরা? নাকি আবারও নেপোটিজমের চক্করে ক্ষতি হবে বলিউডের? কী মনে হয় আপনার লিখে জানান কমেন্টে। আর বাংলা বিনোদনের এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করে নিন।