বহু সময় পর আবার নতুন সিরিয়াল নিয়ে আসছেন লীলা গাঙ্গুলী। শ্রীময়ী, জল থৈ থৈ ভালোবাসার পর আবারও মধ্যবয়স্ক নায়ক এবং নায়িকাকে নিয়ে নতুন সিরিয়ালের গল্প ভেবেছেন লীনা। সুদীপ মুখার্জী এবং অপরাজিতা ঘোষ দাস তার নতুন সিরিয়ালের নায়ক এবং নায়িকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রোমো। সিরিয়ালটি কবে এবং কখন সম্প্রচার হবে? আসন্ন সিরিয়ালের সম্ভাব্য টাইম স্লট নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
নতুন সিরিয়াল আসা মানেই কোনও না কোনও পুরনো সিরিয়ালের ঘাড়ে কোপ বসবে। তবে চিরসখা আসার সঙ্গে সঙ্গে একসাথে বদলাতে বসেছে স্টার জলসার একাধিক সিরিয়ালের ভাগ্য। ইতিমধ্যেই রাত দশটার সময় সম্প্রচারিত হরগৌরী পাইস হোটেল সিরিয়াল বন্ধের খবর মিলেছে। তবে এই সিরিয়াল বন্ধ হলেও এই স্লটে নতুন সিরিয়াল আনা হবে না। বরং টিআরপিতে পিছিয়ে থাকা স্টার জলসার প্রাইম টাইমের কোনও সিরিয়ালকে সরিয়ে নিয়ে যাওয়া হবে রাত দশটার স্লটে। আর সেই সম্ভাব্য সিরিয়ালের নাম নিয়েই দর্শকদের মধ্যে এখন কৌতূহল তুঙ্গে।
আসলে এই মুহূর্তে প্রাইম টাইমে স্টার জলসার বেশ কিছু দুর্বল স্লট রয়েছে। যেমন রাঙামতি তীরন্দাজ এবং উড়ান। এই দুটি সিরিয়াল বিপরীতে জি বাংলার কাছে প্রত্যেক সপ্তাহেই মার খাচ্ছে। তাই এই দুটি সিরিয়ালের স্লট পরিবর্তন হতে পারে বলে মনে করছেন দর্শকরা। হরগৌরী পাইস হোটেল বন্ধ হলে সেই ফাঁকা স্লটে পাঠানো হতে পারে এই দুটো সিরিয়ালের যেকোনওটিকে।
আরও পড়ুন : নায়িকা থেকে খলনায়িকা হয়েই জিতেছেন দর্শকদের মন! বহুদিন পর সিরিয়ালে ফিরছেন এই অভিনেত্রী
আরও পড়ুন : পার্শ্বচরিত্র ছেড়ে সোজা সিরিয়ালের নায়ক! ‘ফুলকি’ ছেড়ে নতুন সিরিয়াল নিয়ে আসছেন ফাহিম মির্জা
বর্তমানে উড়ানের বিপরীতে সম্প্রচারিত হয় জি বাংলার পরিণীতা। দিনে দিনে এই সিরিয়ালের টিআরপি বাড়ছে। গত সপ্তাহে বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। তাই দর্শকদের অনুমান নতুন সিরিয়াল আনলে স্টার জলসা পরিণীতাকে টেক্কা দেওয়ার জন্যই আনবে। তাই হয়তো আগামী দিনে পরিণীতার বিপরীতেই সম্প্রচারিত হবে চিরসখা। যদিও চ্যানেলের তরফ থেকে এখনও অফিশিয়ালভাবে এই ধারাবাহিকের সম্প্রচারের সময়সূচি জানানো হয়নি।