দিনে দিনে কমছে টিআরপি। ফের বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় এক সিরিয়াল। এবার এক বছরের মাথাতেই বন্ধ হতে চলেছে স্টার জলসার এই ধারাবাহিকটি। সেই জায়গা নেবে নতুন কোনও সিরিয়াল। টিআরপি তালিকাতে দিনে দিনে পিছিয়ে পড়াই কাল হল। বেজে গেল শেষ বিদায়ের ঘন্টা। স্টার জলসার কোন সিরিয়ালটি এবার বন্ধ হচ্ছে জানেন? সেই জায়গায় আসবে কোন নতুন সিরিয়াল?
বন্ধ হতে বসেছে স্টার জলসার এই সিরিয়াল
এই মুহূর্তে স্টার জলসার যে সিরিয়ালটি বন্ধ হওয়া নিয়ে চর্চা চলছে তার নাম রোশনাই। শন ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার এই সিরিয়ালের টিআরপি কমেছে। এই সিরিয়ালটি অবশ্য শুরু হয়েছিল শন এবং অনুষ্কা গোস্বামীর জুটি নিয়ে। কিন্তু পরবর্তীকালে হঠাৎ করেই নায়িকা বদলে যায়। অনুষ্কার জায়গা নেন তিয়াসা। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এই সিরিয়ালের টিআরপি তেমন নেই। কিছুদিন আগে স্লট বদল পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু তাতেও রক্ষা হল না।
অন্তিম সম্প্রচার কবে?
কিছুদিন আগেই সাড়ে আটটা থেকে সরিয়ে রাত দশটায় নিয়ে যাওয়া হয়েছে রোশনাইকে। কিন্তু এবার পাকাপাকিভাবে বিদায় নেবে রোশনাই। এই খবরে এখন সরগরম স্টুডিও পাড়া। যেমনটা জানা যাচ্ছে আপাতত আইপিএলের জন্য নতুন সিরিয়াল আনবে না স্টার জলসা। তাই আইপিএল চলা পর্যন্ত রোশনাইয়ের মেয়াদ থাকবে। তারপর আইপিএলের পর নতুন সিরিয়াল আনবে স্টার জলসা। তখনই বিদায় নিতে হবে রোশনাইকে।
আরও পড়ুন : আসছে ইচ্ছাধারী নাগকন্যা! জি বাংলার নতুন সিরিয়ালের নায়িকা কে?
আরও পড়ুন : সিরিয়াল থেকে টলিউডে পা! এই তারকা অভিনেত্রীর সঙ্গে সিনেমা করবেন দেবচন্দ্রিমা
এই সিরিয়ালের হাত ধরে বহুদিন পর আবার টেলিভিশনের পর্দায় ফিরেছিলেন শন। তার অভিনীত অন্তিম সিরিয়াল মন ফাগুন ব্যাপক হিট হয়েছিল। কিন্তু রোশনাই ঠিক ততটা জনপ্রিয়তা পেলনা। অন্যদিকে গাঁটছড়া সিরিয়ালের পর আবার এই সিরিয়ালের নায়িকার রূপে পর্দায় ফিরেছিলেন অনুষ্কা। কিন্তু মাঝপথে এসে তাকেও বাদ পড়তে হল। অন্যদিকে তিয়াসা রায়কে আনা হলেও নায়িকা বদলের এই সিদ্ধান্ত খুব একটা কার্যকরী হল না। টিআরপি গেল কমে। তাই শেষ পর্যন্ত রোশনাইয়ের বিদায়ের ঘন্টা গেল বেজে।