বর্তমানে বাংলা টেলিভিশনে নতুন পুরনো সিরিয়ালের আসা এবং যাওয়া যেন জলভাত। কোনও সিরিয়াল এক বছর পর্যন্ত চলা মানেই সেটিকে সফল ধরা যায় এখন। কারণ বর্তমান সময়ে টিআরপি বড় বালাই। টিআরপি ঠিক না থাকলেই তিন মাসেও সিরিয়াল বন্ধ হতে দেখা গিয়েছে বহুবার। এবার শোনা যাচ্ছে টিআরপি কম থাকার কারণেই নাকি স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল ৭ মাসের মাথায় বন্ধ হবে।
বন্ধের মুখে দুই শালিক?
এবার বন্ধের তালিকায় নাম উঠে এসেছে দুই শালিকের। স্টার জলসায় সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এই সিরিয়ালটির সম্প্রচার হয়। অভিনয়ে রয়েছেন নন্দিনী দত্ত, তিতিক্ষা দাস, অর্কপ্রভ রায়, সায়ন বোস। এছাড়াও আরও জনপ্রিয় অভিনেতারাও রয়েছেন বিভিন্ন চরিত্রে। প্রথমদিকে দর্শকরা খুব পছন্দ করছিলেন সিরিয়ালের গল্প। কিন্তু এই সিরিয়ালটি হঠাৎ বন্ধের খবর শোনা গেল। সেই জায়গাতে আসবে নতুন কোনও সিরিয়াল।
কেন বন্ধ হতে বসেছে দুই শালিক?
আসলে দুই শালিকের শুরুটাই নাকি হয়েছিল স্টার জলসার সঙ্গে নির্মাতা প্রোডাকশন হাউজ স্টার ট্র্যাক প্রোডাকশনের কম দিনের মেয়াদের চুক্তিতে। শুরুতে এই গল্প মাত্র কয়েক মাস এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে ঠিক হয়। তারপর যখন দর্শকরা সিরিয়ালটিকে ভালোবাসা দিতে শুরু করেন, টিআরপি বাড়তে থাকে, তখন সিরিয়ালটির গল্পের মেয়াদ বাড়ে। কিন্তু সেই টিআরপি ধরে রাখতে ব্যর্থ হচ্ছে দুই শালিক। এদিকে আবার নতুন নতুন সিরিয়ালের আগমন হচ্ছে। কাজেই কম টিআরপির সিরিয়াল খুব বেশিদিন চালানোর পক্ষে নয় স্টার জলসা।
আরও পড়ুন : চরম কষ্টে কেটেছে ছোটবেলা! তেঁতুল পাতা সিরিয়ালের ঝিল্লির জীবন সিনেমার থেকে কম নয়
আরও পড়ুন : সুর-তালের পিন্ডি চটকে গান গাইলো দুই শালিকের ঝিলিক! ছিঃ ছিঃ করছে নেটিজেনরা
কবে বন্ধ হবে দুই শালিক?
ঝিলিক এবং আঁখির গল্প শেষ হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ধারাবাহিকের একজন শিল্পী। তিনি জানিয়েছেন দুই শালিকের গল্প এখনও অনেকটা বাকি। আগামী দিনে আরও বেশকিছু দারুণ দারুণ টুইস্ট আসবে। অতএব সিরিয়ালটি বন্ধ হওয়ার কোনও খবর তাদের কাছে নেই। তবে আগামী কয়েক মাসের মধ্যে যদি দুই শালিকের টিআরপির হাল না ফেরে, তাহলে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ আর এই সিরিয়ালের দায় নেবে না। এমনটা এই গুঞ্জন স্টুডিও পাড়ায়।