স্টার জলসায় আসছে লীনা গাঙ্গুলির নতুন সিরিয়াল চিরসখা। বেশ কিছুদিন ধরেই এই আসন্ন বাংলা সিরিয়ালটিকে নিয়ে অনেক চর্চা ছিল। অবশেষে প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রোমো। কেমন হল সেই প্রোমো? কেমন হবে গল্পটা? এবার দর্শকদের জন্য কোন নতুন চমক নিয়ে আসছেন লীনা গাঙ্গুলি?
চিরসখা ধারাবাহিক দিয়ে বাংলা সিরিয়ালের পর্দায় এক অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছেন লীনা। নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করবেন সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাস। গল্প অনুসারে নায়ক এবং নায়িকা দুজনেই এখানে মধ্যবয়স্ক। কীভাবে প্রেম হবে তাদের? না, এখনই সেটা প্রকাশ করলেন না লীনা। বরং আর পাঁচটা সিরিয়ালের তুলনায় প্রোমো সাজালেন একটু অন্যরকমভাবে।
ধারাবাহিকের প্রথম ঝলকেই নায়ক এবং নায়িকার প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। মধ্যবয়স্ক দুই নর-নারী প্রেম করছে, এই নিয়ে পাড়া-প্রতিবেশীদের সমালোচনার শেষ নেই। পাড়ার চায়ের ঠেকেও চলছে এই চর্চা। তবে একজন সমালোচনা করতে এলেও বাকিরা তাকে থামিয়ে দেন। পাড়ারই এক বয়স্ক ব্যক্তি বলেন, “যদি এতে মেয়েটা ভাল থাকে তাহলে পাড়া-প্রতিবেশীর খারাপ লাগার কারণ কোথায়?” আরেকজন বলেন, যাদের জীবন তারাই বুঝবে। অন্যের নাক গলানোর প্রয়োজন নেই।
আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই টিআরপিতে! কে হল বেঙ্গল টপার?
প্রোমোতে পোস্টারে কেবল নায়ক এবং নায়িকার লুকটাই দেখা গেল। বাকি গল্পটা তোলা রইল সিরিয়ালের সম্প্রচারের জন্য। এই সিরিয়ালে অনেক বড় বড় তারকারা থাকবেন। থাকবেন সাবিত্রী চট্টোপাধ্যায়, লাভলী মৈত্র, ফাল্গুনী চট্টোপাধ্যায়রা। জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতেই সম্প্রচার শুরু হয়ে যাবে নতুন এই সিরিয়ালের। তবে তার সম্প্রচারের দিনক্ষণ এখনও জানানো হয়নি।