নায়ক বদলেও লাভ হল না! বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

টিআরপির অভাবে এবার বন্ধের মুখে স্টার জলসার (Star Jalsha) আরও একটি জনপ্রিয় সিরিয়াল। হয়ে গেল অন্তিম দিনের শুটিং। স্টার জলসার প্রায় ২ বছরের পুরনো সিরিয়াল অবশেষে শেষ হতে চলেছে। বন্ধ হতে বসেছে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel) সিরিয়ালটি। এই সপ্তাহেই এই সিরিয়ালের অন্তিম শুটিং হবে। জানুয়ারি মাসেই বন্ধ হবে স্টার জলসার এই সিরিয়াল।

হরগৌরী পাইস হোটেল সিরিয়ালটি যখন শুরু হয় তখন অল্প কিছুদিনের মধ্যেই টিআরপিতে বেশ ভালো ফলাফল করতে শুরু করে। এরপর ধারাবাহিকভাবে বহুদিন পর্যন্ত টিআরপির সেরা দশের মধ্যে জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। শংকর এবং ঈশানীর জুটিটাকেও দর্শকরা খুব পছন্দ করতেন। বিগত দুই বছরে ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে এগিয়েছে গল্প। রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল যে সিরিয়াল, পরবর্তী দিনে তাতে বেশ কিছু পরিবর্তন আসে। বদলে দেওয়া হয় নায়কের মুখ।

Horogouri Pice Hotel

২০২৪ সালের জুন মাসে হঠাৎ করেই শংকর ওরফে রাহুল মজুমদারের চরিত্রটিকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়। গল্প লিপ নিয়েছিল। শংকর এবং ঈশানির মৃত্যু দেখানো হয় এবং তাদের মেয়ে ধৃতিকে নিয়ে নতুনভাবে শুরু হয় গল্প। মেয়ের চরিত্রেও অভিনয় করেন শুভস্মিতা। আর তার নায়ক রুদ্র রায়চৌধুরীর ভূমিকায় ধারাবাহিকে পা রাখেন ইন্দ্রাশীষ রায়। তবে ইন্দ্রাশীষও সরে যান। আনা হয় অর্ণব ব্যানার্জীকে। কিন্তু এত পরিবর্তনের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহও বদলাতে শুরু করে।

আরও পড়ুন : খোঁজ রাখে না ছেলে মেয়ে, বুড়ো বয়সে কষ্টে কাটছে দিন! বাসন্তী দেবীর অবস্থা শুনলে চোখে জল আসবে

Horogouri Pice Hotel

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের বিপরীতে সিরিয়ালে ফিরছেন খেয়ালী মন্ডল

বিগত কয়েক সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি একেবারেই কমেছে। অন্তিম সপ্তাহের টিআরপি ছিল ৩.৫। তাই এবার পাকাপাকিভাবেই সিরিয়াল বন্ধের কথা ভাবছেন নির্মাতারা। ১৮ই জানুয়ারি শনিবার এই ধারাবাহিকের অন্তিম শুটিং হয়ে যাবে। জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই ধারাবাহিকের জায়গা নেবে নতুন কোনও সিরিয়াল। ২০২২ এর শেষ থেকে ২০২৫ এর শুরু, সগর্বে চলল হরগৌরী পাইস হোটেল। টিআরপির অভাবে অন্যান্য সিরিয়াল যেখানে মাত্র কয়েক মাসের মাথায় বন্ধ হয়ে যায়, সেখানে এই সিরিয়ালের এই যাত্রা যথেষ্ট সাফল্যের বলে দাবি করছেন ভক্তরা।