ফের স্টার জলসার সিরিয়ালে আসতে চলেছে টুইস্ট। এবার স্টার জলসার গৃহপ্রবেশ সিরিয়ালে পটপরিবর্তন হবে। আপাতত সিরিয়ালের গল্প থেকে বিদায় নিয়েছেন নায়ক সুস্মিত মুখার্জী। প্লেন এক্সিডেন্টে তার মৃত্যু দেখানো হয়েছে। এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকে নাকি নায়কের মুখ বদল হবে। সুস্মিতের জায়গা নিতে চলেছেন নতুন অভিনেতা। তিনি কে জানেন?
গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন নায়ক কে?
সুস্মিত মুখার্জী এবং উষসী রায়কে নিয়ে স্টার জলসাতে শুরু হয় গৃহপ্রবেশ। শুরু থেকেই এই সিরিয়ালের টিআরপি মোটামুটি। কোনওবারেই বিপরীতে জি বাংলার কোন গোপনে মন ভেসেছেকে হারিয়ে স্লট জিততে পারে না এই সিরিয়াল। তবে এবার গল্প এল ব্যাপক টুইস্ট। খোদ নায়কেরই মৃত্যু দেখানো হয়েছে এখানে। তবে সুস্মিতের জায়গায় নাকি এবার থেকে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে।
সত্যিই কি গৃহপ্রবেশ সিরিয়াল ছেড়ে দিলেন সুস্মিত মুখার্জী?
খুকুমণি হোম ডেলিভারি, হরগৌরী পাইস হোটেল খ্যাত নায়ক রাহুল মজুমদার এবার প্রবেশ করবেন গৃহপ্রবেশের নতুন নায়ক হিসেবে। এদিকে আদৃতকে হারিয়ে ভীষণ ভেঙ্গে পড়েছে শুভলক্ষ্মী। প্রেগন্যান্ট অবস্থাতে সেই স্বামীর মৃত্যুর দুঃসংবাদ পেয়েছে। তারই মধ্যে তার ডেলিভারিও হয়েছে। ছেলেকে কোলে নিয়ে আদৃতকে ছাড়াই আরও একবার শুভলক্ষ্মীর গৃহপ্রবেশ হল শ্বশুরবাড়িতে। তার শাশুড়ি মাও পুরনো সব রাগ ভুলে গিয়ে বৌমা এবং নাতিকে আপন করে নিয়েছেন। সত্যিই কি মারা গিয়েছে আদৃত?
আরও পড়ুন : টিআরপির লোভে হিংস্রতা মাত্রা ছাড়াচ্ছে! বাংলা সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ দর্শকদের
আরও পড়ুন : শয়তানীর শিরোমণি! জি বাংলার এই দুই দাপুটে খলনায়িকা বাস্তবে দুই বোন
এদিকে আবার ধারাবাহিকের নতুন একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একজন ডাক্তারকে যার নাম মোহনা। এই ভূমিকাতে অভিনয় করবেন কৌশাম্বী চক্রবর্তী। গল্প অনুসারে তিনি এই সিরিয়ালে একটি হসপিটাল চালান। তার কাছে খবর আসে বড় অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত অবস্থায় একজন হসপিটালে ভর্তি হয়েছেন। দর্শকদের অনুমান, এই আদৃত। দুর্ঘটনায় মৃতদেহের চেহারা চিনতে পারেনি পরিবার। তাই তারা সেই মৃতদেহকে আদৃতে বলে ধরে নেয় তার সঙ্গে থাকা কিছু জিনিস দেখে। রাহুল মজুমদার সুস্মিতের জায়গা নিতে আসছেন নাকি তার একটি আলাদা চরিত্র দেখানো হবে এখানে সেটাই দেখার।