বিকেল ৫টা থেকে রাত ১১টা, বদলে গেল স্টার জলসার সব সিরিয়ালের টাইম স্লট

স্টার জলসা (Star Jalsha) এই মুহূর্তে বেশ কিছু ভাল ভাল সিরিয়ালের সম্প্রচার করছে। জনপ্রিয়তার বিচারে দর্শকদের অত্যন্ত পছন্দের চ্যানেল এটি। স্টার জলসা এবং জি বাংলার মধ্যে সবসময় তাই প্রতিযোগিতা লেগেই থাকে। বাংলা সিরিয়ালের ক্ষেত্রে সর্বশেষ কথা হল টিআরপি (TRP)। টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এখন আর বেশি দিন চলে না।

জি বাংলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কড়া টক্কর দেওয়ার জন্য স্টার জলসা প্রতিদিন নতুন নতুন সিরিয়াল আনছে। এই মুহূর্তে সেরা ৫ এর টিআরপি তালিকাতে জি বাংলার রাজত্ব চলছে। স্টার জলসার সিরিয়ালের বদলে প্রথম পাঁচের মধ্যে বেশিরভাগ সিরিয়াল এখন জি বাংলা চ্যানেলের। স্টার জলসার সিরিয়ালগুলোর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেগুলোর টিআরপি তেমন নেই।

anurager chhowa

এমনকি বেঙ্গল টপারের আসনটাও স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালের হাতছাড়া হয়ে গিয়েছিল। বেশ কয়েক সপ্তাহ পরে অনুরাগের ছোঁয়া আবার জগদ্ধাত্রীকে টপকে প্রথম স্থান পেয়েছে। সূর্য-দীপার প্রেমের ট্র্যাকে গল্প আবার ফিরে আসতেই বাড়ছে টিআরপি। অন্যদিকে এক মাসেরও কম সময়ে রামপ্রসাদ (Ramprasad) তিন বছরের পুরনো মিঠাইকে টিআরপিতে কোনঠাসা করে দিয়েছে।

এখন আশা করা হচ্ছে আগামী দিনে রামপ্রসাদ স্লট লিডার হবে। সেই সঙ্গে শোনা যাচ্ছে যে স্টার জলসার সিরিয়ালগুলোর টাইম স্লট পরিবর্তিত হতে চলেছে। বিকেল পাঁচটার স্লটে এখন জি বাংলার দিদি নাম্বার ওয়ানকে টেক্কা দেওয়ার মত স্টার জলসাতে কোনও সিরিয়াল নেই। প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে স্টার জলসা তাই পুরনো একটি সিরিয়ালকে ওই স্লটে আনার কথা ভাবছে।

SHAMOUPTI MUDULI IN GUDDI

যতদূর জানা যাচ্ছে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’র মত স্টার জলসার জনপ্রিয় কোনও পুরনো সিরিয়ালকে ওই স্লটে আনা হতে পারে। এরপর বিকেল সাড়ে পাঁচটার সময় ‘গুড্ডি’র (Guddi) স্লট নিয়েও টানাটানি হবে বলে শোনা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে। সেই জায়গাতে ‘মেয়েবেলা’ (Meye Bela) কে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

KOMOLA O SRIMAN PRITHVIRAJ

সন্ধে ছটা এবং সাড়ে ছটায় রামপ্রসাদ এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ যেরকম চলছিল তেমনি চলবে। ৭ টার স্লটে আসতে পারে অন্বেষা হাজরার নতুন সিরিয়াল। সাড়ে সাতটার সময় আসবে তুঁতে। আটটার সময় বাংলা মিডিয়ামকে সরিয়ে সেই জায়গায় এসভিএফের নতুন ধারাবাহিক আসবে।

PANCHAMI

আরও পড়ুন : ১৪ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন ‘আলতাফড়িং’ অভিনেত্রী, রইল পাত্রের পরিচয়

সাড়ে আটটায় পঞ্চমী, সাড়ে নটায় অনুরাগের ছোঁয়া এবং দশটায় হরগৌরী পাইস হোটেল যেমন চলছিল তেমনি চলবে। কিন্তু নতুন সিরিয়ালকে জায়গা দিতে হলে টিআরপিতে পিছিয়ে থাকা সিরিয়ালকে পাঠানো হতে পারে রাত সাড়ে দশটা কিংবা এগারোটার সময়। তাই আগামী দিনে স্টার জলসার সব সিরিয়ালের স্লট পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা আছে।

আরও পড়ুন : অন্তিম শুটিংয়ের পথে মিঠাই, শেষ পর্বের সম্প্রচার কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ