ছেড়েই দিয়েছিলেন অভিনয়, ১০ বছর পর স্টার জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা

বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক নতুন নতুন মুখের আবির্ভাব হয়েছে যারা অনেকটা ধূমকেতুর মত হঠাৎ উদয় হয়ে হঠাৎই হারিয়ে গিয়েছেন। দর্শকরা আজও এমন বহু অভিনেতা এবং অভিনেত্রীকে খোঁজেন, যারা একটি কিংবা দুটি সিরিয়ালে অভিনয় করেই জিতে নিয়েছিলেন মন। তারপর লাইম লাইট থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন। তবে হারিয়ে গিয়েও আবার ফিরে এলেন অপর্ণা ব্যানার্জী। স্টার জলসার সেদিন দুজনে সিরিয়ালের নায়িকাকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি?

১০ বছর পর সিরিয়ালে ফিরছেন নায়িকা

২০১১ সালের স্টার জলসায় সম্প্রচারিত হত সেদিন দুজনে সিরিয়াল। মূলত একটি সুন্দর প্রেমের গল্প দেখানো হয়েছিল এই সিরিয়ালে। নায়িকা হিসেবে এই সিরিয়াল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অপর্ণা। কিন্তু এই একটি সিরিয়াল করেই কোথায় যেন হারিয়ে গেলেন অপর্ণা। মাঝে কেটে গিয়েছে দশটি বছর। এত বছর বাদে অবশেষে ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব ঘুঁচিয়ে নতুনভাবে সিরিয়ালের পর্দাতেই ফিরলেন তিনি।

Star Jalsha`s Actress Aparna Banerjee Is Coming In Chiro Sakha Serial

কোন সিরিয়ালে দেখা যাবে অপর্ণাকে?

স্টার জলসাতে লীনা গাঙ্গুলির চিরসখা সিরিয়ালটি শুরু হয়েছে সদ্য। এই সিরিয়াল দিয়েই আবার কামব্যাক করলেন অপর্ণা। চিরসখার প্রোমো প্রকাশ পাওয়ার পর সেদিন দুজনের একটি পোস্টার সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে শেয়ার করেন অপর্ণা। এই পোস্টেই তিনি সুখবর দিয়েছেন তার ভক্তদের। এত বছর বাদে যে অপর্ণা আবার বাংলা সিরিয়ালে ফিরবেন এটা জেনেই খুব খুশি তার ভক্তরা।

আরও পড়ুন : তলানিতে টিআরপি, নতুন সিরিয়ালকে জায়গা দিতে জনপ্রিয় এই সিরিয়ালকে সরাচ্ছে স্টার জলসা

Star Jalsha`s Actress Aparna Banerjee Is Coming In Chiro Sakha Serial

আরও পড়ুন : ধুঁকছে সিরিয়াল পাড়া! রাতারাতি বন্ধের মুখে একাধিক সিরিয়াল, প্রকাশ্যে তালিকা

প্রায় ১০ বছর পর আবার সিনে জগতে ফিরতে পেরে অপর্ণাও খুবই খুশি। তিনি জানিয়েছেন অভিনয় তার ভালোবাসার জগত। অভিনয় তার কাছে খিদের মত। তাইতো তিনি বারবার অভিনয় দুনিয়াতে ফিরে আসতে চেয়েছিলেন নিজেও। শুধু ভালো সুযোগের অপেক্ষা করছিলেন অপর্ণা। টিভিতে যখন কাউকে কোনও ভালো চরিত্রের অভিনয় করতে দেখেছেন, তখন তার হিংসে হত খুব। মনে হত এই চরিত্র তিনিও করতে পারতেন। অবশেষে তারও দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালেন লিনা গাঙ্গুলী।