বৃহস্পতিবার অনুষ্ঠিত হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই পুরস্কার প্রাপকদের নাম এসে গিয়েছে। কিছুদিন আগেই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে শোরগোল চলছিল বাংলা সিরিয়ালপ্রেমী নেটিজেনদের মধ্যে। স্টার জলসাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেরে ফেলল। এই অনুষ্ঠানে কে কোন বিভাগে কী পুরস্কার পেল? দেখে নিন এক নজরে।
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা জুটি কে?
সেরা জুটি হিসেবে সম্মান পেল কথা এবং অগ্নি। অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে পেলেন জনপ্রিয় জুটির পুরস্কার। সেই সঙ্গে সুস্মিতা পেয়েছেন সেরা বউয়ের পুরস্কার। প্রিয় নায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন অগ্নি ওরফে সাহেব ভট্টাচার্য।
কোন কোন পুরস্কার পেল গীতা এলএলবি?
এক নয় একাধিক পুরস্কার পেয়েছে স্টার জলসার এই চ্যানেল টিপার সিরিয়ালটি। মিষ্টি সম্পর্ক ও প্রিয় বৌমার সম্মান পেয়েছেন গীতা ওরফে হিয়া মুখার্জী। প্রিয় বরের পুরস্কার পেয়েছেন স্বস্তিক ওরফে কুণাল শীল।
কোন কোন পুরস্কার পেল দুই শালিক?
স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল দুই শালিকও একাধিক পুরস্কার পেয়েছে। আঁখি ও ঝিলিক দর্শকদের অতি পছন্দের দুই বোন। স্টাইল আইকন হিসেবে পুরস্কার পেলেন ঝিলিক ওরফে নন্দিনী দত্ত। আর তিনি পেয়েছেন মিষ্টি সম্পর্কের পুরস্কার। অন্যদিকে আঁখি ওরফে তিতিক্ষা দাস পেয়েছেন মিষ্টি সম্পর্ক এবং নতুন সদস্য হিসেবে পুরস্কার। এই সিরিয়ালে ঝিলিকের শাশুড়ি অদিতি চ্যাটার্জী প্রিয় শাশুড়ি সম্মান পেয়েছেন।
অনুরাগের ছোঁয়া কোন কোন পুরস্কার পেল?
অনুরাগের ছোঁয়াতে প্রিয় মা এবং চলো পাল্টাই সম্মান পেয়েছেন দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। আগামী স্টার এবং প্রিয় বোন হিসেবে পুরস্কার পেয়েছে রূপা ওরফে সাইনা চট্টোপাধ্যায়। পুরস্কার পেয়েছেন সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্তও। তবে ঠিক কোন বিভাগে তিনি পুরস্কার পেয়েছেন সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন : সোনার মেডেল, মোটা অংকের টাকা! সারেগামাপার বিজেতারা কী কী পাবেন?
আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়
আর কে কোন বিভাগে পুরস্কার পেলেন?
উড়ান সিরিয়ালের পূজা এবং মহারাজ একাধিক বিভাগে পুরস্কার পেয়েছেন। মহারাজ ওরফে প্রতীক সেনকে জুরি চয়েস প্রিয় নায়ক সম্মান দেওয়া হয়েছে। পূজা এবং মহারাজকে দেওয়া হয়েছে আদর্শ দম্পতি সম্মান। রোশনাই সিরিয়াল থেকে আরণ্যক ওরফে শন বন্দ্যোপাধ্যায়কে প্রিয় জামাই এবং স্টাইল আইকন হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।