Star Jalsha Parivaar Awards 2024 : একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসা (Star Jalsha), দুই চ্যানেলের তরফ থেকেই আয়োজন করা হয়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের মত এবার স্টার জলসাতে আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড (Star Jalsha Parivaar Awards)। যার শুটিং হয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল সম্প্রচারের দিনক্ষণ। টিভিতে কবে দেখানো হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড? অবশেষে প্রকাশ্যে এল সম্প্রচারের দিনক্ষণ।
Star Jalsha Parivaar Awards 2024
গত ২০২৩ সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রোমো দিয়েও শেষমেষ আর অনুষ্ঠানটি হয়নি। যার ফলে বেশ বিরক্ত হয়েছিলেন দর্শকরা। তবে এই বছর তেমনটা হবে না। ‘বাংলার সব থেকে বড় বিয়ের অনুষ্ঠান’ এর থিমে সাজানো হয়েছে সম্পূর্ণ পর্বটি। এই বিয়ে আসলে কার? কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের? নাকি এর পেছনে অন্য রহস্য আছে? জানা যাবে শীঘ্রই।
এই মুহূর্তে যদিও বা টিআরপিতে জি বাংলার কাছে স্টার জলসার বেশিরভাগ সিরিয়াল মাত খাচ্ছে। তবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের কমতি নেই। সব প্রিয় জুটিদের এক স্টেজে দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা। কে কোন পুরস্কার পাবে সেটাও তো দেখে নিতে হবে। সেই সঙ্গে রয়েছে তারকাদের নাচের ধামাকাদার উপস্থাপনা।
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪
এই মঞ্চে গীতা ও স্বস্তিক, কথা ও এভি, সন্ধ্যা ও আকাশনীল, দেব ও পার্বতী, শ্রাবণ ও ওমকার, কোজাগরী ও উদ্দালক, সূর্য ও দীপা, আবীর ও পেখম, দুর্জয় ও রানি, সোমরাজ ও চিনির ধামাাদার পারফরম্যান্স থাকবে। সেই সঙ্গে কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চ্যাটার্জী, শন ব্যানার্জী, সৃজলা গুহ, প্রান্তিক-সোনামণিরাও উপস্থিত থাকবেন। গান গাইবেন ইমন চক্রবর্তী, বাবুল সুপ্রিয়রা।
কবে দেখানো হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড?
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়, শুভঙ্কর চট্টোপাধ্যায়ের নির্দেশনায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এবার খুব তাড়াতাড়ি আসছে টিভির পর্দায়। আগামী ১০ই মার্চ সন্ধ্যা ৫ টার সময় স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে সম্প্রচার হবে এই অনুষ্ঠানের। নাচ-গান, কমেডি তো হবেই, সেই সঙ্গে যোগ্য তারকাদের হাতে উঠবে পুরস্কার।
আরও পড়ুন : গল্প অসমাপ্ত রেখেই এই সপ্তাহে বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
আরও পড়ুন : আসছে Jogomaya, বন্ধের মুখে Zee Bangla-র এই জনপ্রিয় সিরিয়াল
যতদূর জানা যাচ্ছে এই দফায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের তরফ থেকে সেরা জুটির পুরস্কার উঠেছে ‘তোমাদের রানী’ সিরিয়ালের রানী এবং দুর্জয়ের হাতে। সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন যীশু সেনগুপ্ত এবং মনামী ঘোষ। টলিউড এবং টিভি তারকাদের নিয়ে জমে উঠবে আগামী রবিবারের সন্ধ্যাটা তা বলাই বাহুল্য।