শেষ হতে চলেছে ‘নবাব নন্দিনী’ ও ‘আলতা ফড়িং’, প্রকাশ্যে এল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক নতুন ধারাবাহিক শুরু হল টেলিভিশনে(Television)। প্রথম সারির চ্যানেলগুলো থেকে শুরু করে সাধারণ চ্যানেল(Channel), প্রায় সব চ্যানেলেই কিছু না কিছু নতুন ধারাবাহিক হয়েছে। উৎসুক দর্শকদের বেশ পছন্দ হয়েছে এই নতুন ধারাবাহিকগুলো (Serial)। কিন্তু নতুন ধারাবাহিক শুরু হওয়ার পাশাপাশি বদলে গিয়েছে ধারাবাহিকের স্লটও। এছাড়াও শেষ হতে চলেছে পুরনো ধারাবাহিকগুলো। আর সেই জন্য দর্শকরাও অখুশি।

সম্প্রতি নতুন যে বাংলা ধারাবাহিকগুলো শুরু হয়েছে তার মধ্যে নাম রয়েছে ‘বাংলা মিডিয়াম’, ‘পঞ্চমী’, ‘বালিঝড়’, ‘মেয়েবেলা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের। খুব সহজেই দর্শকদের মনে জায়গা বানিয়ে নিয়েছে এই ধারাবাহিকগুলো। এছাড়াও বেশ কিছু ধারাবাহিক শুরু হতে চলেছে। যেমন- ‘রামপ্রসাদ’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। এই ধারাবাহিকগুলোর প্রমো সামনে এসেছে। কিন্তু কবে কখন দেখানো হবে সেই বিষয়ে এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।

ALTA PHORING

কিন্তু নতুন ধারাবাহিক আসতে থাকায় খুব শীঘ্রই শেষ হতে চলেছে দুটি জনপ্রিয় ধারাবাহিক। একটি হল ‘নবাব নন্দিনী’ ও ‘আলতা ফড়িং’। কিছুদিন আগেই ‘মেয়েবেলা’ শুরু হয়েছে স্টার জলসায় আর সেই জন্য স্লট পরিবর্তন করে সাড়ে ৬টার স্লট দেওয়া হয়েছিল। আর ‘নবাব নন্দিনী’র স্লট পরিবর্তন করে দেওয়া হয়েছিল ৫টার স্লট। কিন্তু আর বেশি সম্প্রচার হবে না এই দুটি ধারাবাহিক।

nabab nandini 1

জানা গিয়েছে, এই দুটি ধারাবাহিকের জনপ্রিয়তাই খুব কমে গিয়েছে। যার ফলে টিআরপি তালিকায় অনেক নীচে নেমে গিয়েছে ‘নবাব নন্দিনী’ ও ‘আলতা ফড়িং’। সেই জন্য ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে, আগামী ২৪ শে ফেব্রুয়ারি শেষ সম্প্রচার হবে ‘নবাব নন্দিনী’। আর ২৬ শে ফেব্রুয়ারি শেষ সম্প্রচার হবে ‘আলতা ফড়িং’। যদিও চ্যানেলের তরফ থেকে সঠিক দিনক্ষণ এখনও জানানো হয়নি।