স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল মেয়েবেলা (Meyebela) শুরু থেকেই দর্শকদের মনে সাড়া জাগাতে পেরেছে। আর পাঁচটা কুটকাচালিমূলক সিরিয়াল এটি নয়। এই সিরিয়ালে রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল এবং অন্যান্যদের চরিত্রগুলি দর্শকদের মনে দাগ কাটছে। মাত্র কয়েক দিনের মধ্যেই ‘মেয়েবেলা’কে আপন করে নিয়েছেন দর্শকরা। বর্তমানে সিরিয়ালের প্রত্যেকটি এপিসোড টানটান উত্তেজনায় ভরপুর থাকছে।
খুব শীঘ্রই সিরিয়ালে একটি বিয়ের মোড় আসবে। বিয়েটা হতে চলেছে মৌ এবং ডোডোর। যদিও তারা একে অপরকে ভালবাসে এমনটা নয়। ডোডোর সঙ্গে চাঁদনীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ডোডোর উপর ২ কোটি টাকার দেনা আসতেই চাঁদনীর বাবা বিয়েটা ভেঙ্গে দেন। এদিকে মৌ সকলে অজান্তে তার প্রেমিককে বিয়ে করেছিল। কিন্তু সেটা ছিল মাত্র ২ ঘন্টার বিয়ে।
আসলে মৌয়ের স্বামী বিয়ের পরপরই মারা যায়। কিন্তু মৌয়ের এই গোপন বিয়ের কথা তার মাসি-মেসো ছাড়া আর কেউই জানেন না। এদিকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য মৌয়ের লোভী মেসোমশাই ডোডোকে ২ কোটি টাকা দিতে রাজি হয়ে তাদের বাড়ির একতলাটা ঠাম্মির কাছ থেকে কিনে নেয়। সেই সঙ্গে তিনি শর্ত রাখেন ডোডো মৌকে বিয়ে করলে তবেই তিনি টাকা দেবেন।
আসলে মৌকে যেভাবেই হোক ঘাড় থেকে নামানোর চেষ্টা করছিলেন তিনি। এদিকে ঠাম্মির এই আইডিয়াতে বাড়ি বিক্রির হাত থেকে রক্ষা পায়, আবার ডোডোর উপর দেনা পরিশোধ হয়ে যায়। কিন্তু এর জন্য ডোডো এবং মৌ দুজনকেই তাদের আপন আপন ভালবাসা ত্যাগ করতে হবে। ডোডো এই প্রস্তাবে রাজি হয়ে গেলেও মৌ এই বিয়েতে কিছুতেই রাজি হয় না।
মৌয়ের পাশাপাশি ডোডোর মা বিথীও এই বিয়ের জন্য রাজি নন। তিনি মৌকে দুচোখে সহ্য করতে পারেন না। মৌয়ের মায়ের সঙ্গে তার একটি পুরনো শত্রুতা রয়েছে। চাঁদনীর বদলে মৌ তার বাড়ির বউ হয়ে আসবে ব্যাপারটা তিনি মোটেও মানতে পারছেন না। ডোডো ২৪ ঘন্টার মধ্যে টাকার যোগাড় করতে পারেনি। সময় পেরিয়ে গেলে তার কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে যে দুজন শ্রমিক আহত হয়েছে তারা মারা যাবে। মিত্র বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে যাবে।
ওই দুই শ্রমিকের প্রাণ বাঁচাতে এবং পরিবারের সম্মান রক্ষা করার জন্য ডোডো বলে সে এই বিয়েতে রাজি। এদিকে মৌ জানে যে ডোডো চাঁদনীকে কতটা ভালোবাসে। তাই সে তাদের অসহায়তায় সুযোগ নিতে চায় না। যদিও শেষমেশ মৌয়ের পিসেমশাই একপ্রকার জোর করেই তাকে বিয়ের জন্য রাজি করাবেন বলে মনে করছেন দর্শকরা। ডোডোকে বাঁচানোর জন্য মৌ বিয়েতে রাজি হবে কিনা সেটাই এখন দেখার।