শেষ হয়ে গেল মহাপীঠ তারাপীঠ, রইলো অন্তিম পর্বের শুটিংয়ের কিছু ছবি

কিছুদিন আগেই স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith) এর স্লট বদলে দেওয়া হয় চ্যানেলের তরফ থেকে। চ্যানেলের একমাত্র ভক্তিমূলক ধারাবাহিকের স্লট বদলে বিক্ষোভ দেখিয়েছিলেন দর্শকের একাংশ। তবে ভক্তদের জন্য তবুও স্লট বদলে ধারাবাহিক দেখার সুযোগ ছিল বহাল। তবে এবার সে সুযোগও হাত ফসকে গেল। শীঘ্রই বন্ধ হয়ে যাবে স্টার জলসার এই ধারাবাহিক।

দীর্ঘ তিন বছর স্টার জলসার হাত ধরে পথ চলেছে ‘মহাপীঠ তারাপীঠ’। তারা মা এবং সাধক বামাক্ষ্যাপার লীলা দেখেছেন দর্শকরা। তবে এবার ভক্ত এবং ভগবানের এই মধুর সম্পর্কের ইতি হতে চলেছে। এই ধারাবাহিক ছিল স্টার জলসার দুর্দিনের সাথী। জি বাংলায় কাছে যখন ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল স্টার জলসা, মহাপীঠ তারাপীঠ তখন স্টার জলসাকে টিআরপি তালিকাতে তলিয়ে যেতে দেয়নি। তবে এখন স্টারের হাতে একাধিক নতুন ধারাবাহিক রয়েছে। যে গুলির ফল বেশ ভাল। তুলনায় কোণঠাসা হয়ে পড়েছে ‘মহাপীঠ তারাপীঠ’।

তাই প্রথমে স্লট ছিনিয়ে নেওয়ার পর এবার ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। সদ্য ধারাবাহিকের সেটের সদস্যরা অন্তিম দিনের শুটিং সেরে ফেললেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর দিলেন তারকারা। এতদিন এই ধারাবাহিকে মা তারার চরিত্রে নবনীতা দাস এবং তারা মায়ের বরপুত্র সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরী অভিনয় করেছেন। শেষদিনের শুটিংয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়লেন তারা। এর আগে ধারাবাহিকের স্লট বদল হওয়াতে হতাশ হয়েছিলেন সব্যসাচী।

সোশ্যাল মিডিয়াতে তিনি তার কষ্ট জাহির করে লিখেছিলেন, “খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, আর ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়। জীবন আমার এইটুকুই শিখিয়েছে”। এবার ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন সব্যসাচী। শেষ দিনের শুটিংয়ের পর তার প্রাপ্তি বলতে বড়মার বাঁধানো একটি ছবি, রক্ত বস্ত্র এবং ত্রিশূল।

Star Jalsha Mahapeeth Tarapeeth will be off air Soon

সেই ছবি শেয়ার করে তিনি লিখলেন, “আজ মহাপীঠ তারাপীঠের শুটিং শেষ করলাম”। সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি পেয়েছি আমার এত দিনের সঙ্গী রক্তবস্ত্র এবং ত্রিশূল, সাথে বড়মার এই ছবিটি। কাল থেকে আমি শুধুই সব্যসাচী।” নবনীতাও শেষদিনের শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে ভারাক্রান্ত মন দর্শকদের।