সিরিয়াল থেকে সোজা সিনেমায় চান্স! টলিউডে পা রাখবেন স্টার জলসার এই অভিনেতা

একের পর এক টলিউডের নতুন নতুন মুখ উঠে আসছে বাংলা সিরিয়াল থেকে। সৌমিতৃষা কুন্ডু, ইধিকা পাল, রোহন ভট্টাচার্যের পর এবার রাহুল মজুমদার, বাংলা সিরিয়াল থেকেই আরও এক নতুন তারকা পেতে চলেছে টলিউড। খুকুমণি হোম ডেলিভারি, হরগৌরী পাইস হোটেল খ্যাত এই অভিনেতাকে খুব শিগগিরই এবার সিনেমার নায়ক হিসেবে দেখা যাবে। টলিউডের জনপ্রিয় নায়িকার হাত ধরে বাংলা সিনেমায় অভিষেক হবে তার। স্বাভাবিকভাবেই এই খবরে খুবই খুশি রাহুলের ভক্তরা।

টলিউডে পা রাখবেন রাহুল মজুমদার

কিছুদিন আগেই হরগৌরী পাইস হোটেল সিরিয়াল থেকে চিরতরে বিদায় নিয়েছেন শংকর ওরফে রাহুল। তারপর শোনা যাচ্ছিল অভিনেতা নাকি শিগগিরই আবার ফিরবেন নতুন সিরিয়ালে। জি বাংলাতে দিতিপ্রিয়া রায়ের বিপরীতে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের জন্য নাকি প্রথমে রাহুলের কথাই ভাবা হয়েছিল। কিন্তু রাহুল সময় দিতে পারেননি। তাই তার বদলে জিতু কমল এই সুযোগ পেলেন। আর রাহুলের কপালে খুলে গেল টলিউডের সিকি। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর নায়ক হয়ে এবার সিনেমার পর্দায় পা রাখবেন তিনি।

Rahul Majumder

রাহুল মজুমদারের প্রথম বাংলা সিনেমার নাম

পরিচালক জয়ন্ত উপাধ্যায়ের নতুন সিনেমা রেশন কার্ড আসছে। গ্রামের ছাপোষা জীবনের গল্প বলবে এই নতুন সিনেমাটি। এই সিনেমাতেই গ্রামের একটি সাধারণ ছেলের ভূমিকাতে দেখা যাবে রাহুলকে। এছাড়াও এই সিনেমাতে বাংলা সিরিয়ালের আর এক জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন : তোর নাম সিনেমার নায়ক এবং নায়িকা এখন কোথায়? দেখুন কেমন দেখতে হয়েছে তাদের

Rahul Majumder

আরও পড়ুন : ২২ বছরেই আকাশছোঁয়া সাফল্য! প্রাসাদের মত নতুন বাড়ি বানালেন অঙ্কিতা ভট্টাচার্য

কবে মুক্তি পাবে রাহুল মজুমদারের প্রথম সিনেমা?

নতুন এই সিনেমাতে রয়েছে অনেক গান। তার মধ্যে একটি গানে শ্রাবন্তীর সঙ্গে আইটেম নাচতেও দেখা যাবে রাহুলকে। আপাতত ঝাড়গ্রামে চলছে এই সিনেমার শুটিং। এই বছরের মাঝামাঝি সময়েই সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।