এক সপ্তাহের অপেক্ষার পর ফের প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। যদিও এই সপ্তাহের টিআরপি তালিকা আসতে একদিন দেরি হয়েছে। বৃহস্পতিবারের বদলে এই তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার। বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের (Bengali Mega Serial) ভাগ্য।
স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) রেষারেষিতে কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? তালিকায় সবার আগে উঠে এল কার নাম? এই দফাতেও কিন্তু টিআরপি টপারের স্থান পরিবর্তন হল না। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এখন প্রথম স্থানে রয়েছে। সিরিয়ালটি ৯.০ নম্বর পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। বেশ কয়েক সপ্তাহের অপেক্ষার পর জগদ্ধাত্রী আবার ভাল ফলাফল করলো। সিরিয়ালটি এই সপ্তাহে ৮.৫ নম্বর পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.০। চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯।
পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। গত কয়েক সপ্তাহ ধরে এই সিরিয়ালটি বেশ ভাল ফলাফল করলেও এক ধাক্কায় এই সপ্তাহে পঞ্চম স্থানে নেমে গিয়েছে। এখন এই সিরিয়ালের নম্বর হয়েছে ৭.৭। রাঙা বউ সিরিয়ালটি পেয়েছে ৭.২। জি বাংলার এই সিরিয়ালটিও প্রথম দিন থেকেই ভাল ফলাফল করে চলেছে।
পঞ্চমী ৬.৯ নম্বর পেয়েছে। এই সিরিয়ালটি সপ্তম স্থানে রয়েছে। অষ্টম স্থানে একত্রে ঠাঁই পেয়েছে হরগৌরী পাইস হোটেল, বাংলা মিডিয়াম এবং মিঠাই। এই তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। মেয়ে বেলা সিরিয়ালটি ৬.২ নম্বর পেয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত স্থান নবম।
দশম স্থানে রয়েছে গাঁট ছড়া এবং সোহাগ জল। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.০। এই প্রথমবার সোহাগ জল সিরিয়ালটি সেরা দশের মধ্যে ঢুকে পড়ল। শুরু হওয়ার পর থেকেই এই সিরিয়ালটি সম্পর্কে নানা সমালোচনা হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। অবশেষে এতদিনে মুখ রক্ষা হল এই সিরিয়ালের।