২০২২ সালে আশাতীতভাবে একের পর এক বাংলা সিরিয়াল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা জুড়ে চিত্রটা ছিল একই রকম। আচমকা কোনও কারণ ছাড়াই অনেক সময় গল্প অসমাপ্ত রেখেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় সিরিয়ালগুলি। জি বাংলাতে শেষ ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকটি বন্ধ হয়। নতুন বছরে পা দিতেই জি বাংলা আরও একটি জনপ্রিয় সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল।
গত বছরের ডিসেম্বর মাসের শেষ হয়ে যায় লক্ষ্মী কাকিমা। নতুন বছরের শুরুতে দর্শকরা ভেবেছিলেন এবার হয়তো সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার ট্রেন্ডে রাশ টানবে চ্যানেল। কিন্তু দর্শকদের অনুমান ভুল প্রমাণিত করে নতুন বছরের শুরুতেই জি বাংলা আরও একটি পুরনো সিরিয়াল বন্ধের কথা ঘোষণা করে দিল। বন্ধ হয়ে যাচ্ছে শিশু ভোলানাথ (Sishu Bholanath)। আধ্যাত্মিক কাহিনীর এই সিরিয়ালটির জায়গায় আসছে এক নতুন সিরিয়াল।
শিশু ভোলানাথ সিরিয়ালটি ছিল জি বাংলার একমাত্র ডাবিং সিরিয়াল। রাত এগারোটার সময় সম্প্রচারিত হত এই সিরিয়াল। রাতের দিকে সম্প্রচার হলেও টিআরপির দিক থেকে বেশ এগিয়ে ছিল এই সিরিয়ালটি। অর্থাৎ দর্শকদের কাছে এর জনপ্রিয়তা সহজেই আন্দাজ করা যায়। তবে এক বছর পেরোনোর আগেই জি বাংলার তরফ থেকে সিরিয়াল থেকে বন্ধ করে সেই জায়গায় আরেকটি ডাবিং সিরিয়াল আনার কথা ভাবা হচ্ছে।
এই সিরিয়ালের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় তারকারা। শিশু ভোলানাথের ভূমিকায় অভিনয় করেছেন শিশু অভিনেতা আন তিওয়ালি, মহাসতী অনুসূয়ার ভূমিকায় ছিলেন মৌলি গঙ্গোপাধ্যায়, মহাদেবের ভূমিকায় ছিলেন সিদ্ধার্থ আরোরা এবং দেবী পার্বতীর ভূমিকায় অভিনয় করেছেন শিব্যা পাথানিয়া। এই সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় আসছে ‘শ্রীকৃষ্ণ লীলা’ নামের একটি ভক্তিমূলক সিরিয়াল।
উল্লেখ্য, শিশু ভোলানাথ আসলে জি টিভিতে সম্প্রচারিত বাল শিবার বাংলা ডাবিং সিরিয়াল। হিন্দিতে এই সিরিয়ালটি এক বছর পেরোনোর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তাই জি বাংলাতেও শিশু ভোলানাথ এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দর্শকদের আফসোসের আদতে কোনও কারণ নেই। কারণ শিশু ভোলানাথের জায়গা নিতে আসছে ছোট্ট শ্রীকৃষ্ণ।
শ্রীকৃষ্ণের জন্ম লগ্ন থেকে শুরু করে তার বড় হওয়া পর্যন্ত নানা অজানা কাহিনী উঠে আসবে এই সিরিয়ালের মাধ্যমে। জি টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম অবতার শ্রীকৃষ্ণ’ থেকে ডাব করে ‘শ্রীকৃষ্ণ লীলা’ সম্প্রচারিত হবে। এই ধারাবাহিকটি জি টিভিতে তিন বছর সম্প্রচার হয়েছিল। বাংলাতে এর জনপ্রিয়তা ভাল থাকলে আগামী তিন বছর জি বাংলাতে রাত ১১টায় দেখতে পাবেন শ্রীকৃষ্ণ লীলা।