বদলে গেল জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকার মুখ, এক লাফে এগুলো গল্প! কে হবে নতুন নায়িকা?

অনুরাগের ছোঁয়া, নিম ফুলের মধুর পর এবার জগদ্ধাত্রী (Jagaddhatri), লম্বা লিপ নিতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এই সিরিয়ালটি। যার ফলে গল্পে এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়িকা। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর মেয়ে দুর্গার বড় বেলা দেখানো হবে এবার। আর এই চরিত্রে অভিনয় করার জন্য দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার সিরিয়ালের পর্দায় পা রাখতে চলেছেন জনপ্রিয় এক অভিনেত্রী।

টানা ১৭ বছরের লিপ নিতে চলেছে জগদ্ধাত্রী। এমনিতেই আর পাঁচটা সিরিয়ালের থেকে এই সিরিয়াল ছিল একেবারে আলাদা। সাধারণ সাংসারিক কুটকাচালি নয়, আইপিএস অফিসার জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর নানা রহস্যজনক কেস সমাধানের মধ্যে দিয়ে এতদিন এগিয়েছে গল্প। তবে এবার গল্পের পট পরিবর্তন হবে। গল্প এগোবে দুর্গাকে নিয়ে। যে চরিত্রে অভিনয় করবেন শ্রেয়সী রায় (Sreyasri Roy)।

Sreyasri Roy

প্রথমে শোনা যাচ্ছিল জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককেই। জগদ্ধাত্রী চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছে। তাই মায়ের পর অঙ্কিতা মল্লিককেই মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে অনুমান করছিলেন দর্শকরা। তবে তেমনটা হচ্ছে না। দুর্গা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে নায়িকার মুখ। ‘ভানুমতির খেল’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার ফিরছেন জি বাংলার পর্দায়।

আরও পড়ুন : ‘নিম ফুলের মধু’তে পর্ণা ও সৃজনের ছেলে আসলে কে?

Sreyasri Roy

আরও পড়ুন : বাস্তবে কাকে বিয়ে করতে চলেছে পূজারিণী? দেখুন রত্নপ্রিয়ার ‘মহারাজে’র আসল পরিচয়

গল্পে দেখানো হবে জগদ্ধাত্রীর মেয়েও মায়ের মত এই ক্রাইম ব্রাঞ্চ অফিসার হয়েছে। মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। দুর্গা মায়ের মতই ভীষণ সাহসী। ছোটবেলা থেকেই সে মনে মনে সাহস নিয়ে বড় হচ্ছে। অঙ্কিতা এবং শ্রেয়সীর চেহারার মধ্যে বেশ মিল আছে। অতএব মা এবং মেয়ের চরিত্রে এই দুই অভিনেত্রীকে বেশ ভালই মানাবে। শ্রেয়সীকে শেষবার সান বাংলার ‘সাথী’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। জগদ্ধাত্রীর হাত ধরে বহু বছর পর আবার জি বাংলায় ফিরছেন অভিনেত্রী।