প্রেম থেকে চুমু, কাঞ্চনই গুরু! ক্লাস নাইন থেকেই কাঞ্চনের কাছে প্রেমের পাঠ নিতেন শ্রীময়ী চট্টরাজ

২৬ বছরের ছোট বউকে প্রেমের পাঠ পড়িয়েছেন ৫৩ এর কাঞ্চন! ক্লাস নাইন থেকেই নাকি কাঞ্চনের কাছে ভালোবাসার পাঠ নিচ্ছেন শ্রীময়ী! সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে কাঞ্চনের সঙ্গে প্রেমের বিষয়ে অনেক গোপন কথা শেয়ার করলেন শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের এক বছরও পেরোয়নি। প্রেমের আবেগে গদগদ শ্রীময়ী ও কাঞ্চন।

ক্লাস নাইনে পড়তেই কাঞ্চনের প্রেমে হাবুডুবু খেতেন শ্রীময়ী

কিশোরী অবস্থাতেই নাকি কাঞ্চন মল্লিকের প্রেমে হাবুডুবু খেতেন শ্রীময়ী। কাঞ্চন নাকি ছোট্ট শ্রীময়ীকে তিল তিল করে গড়ে তুলেছেন নিজের হাতে। শিখিয়েছেন প্রেম করা, কাঞ্চনের কাছেই নাকি চুমু খাওয়ার হাতে খড়ি হয়েছিল শ্রীময়ীর। কাঞ্চন এসব বিষয়ে ওস্তাদ। আর শ্রীময়ী তার বাধ্য ছাত্রী। সম্প্রতি প্রেম দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিকের সব দুষ্টু-মিষ্টি গোপন কথা ফাঁস করে দিলেন শ্রীময়ী চট্টরাজ।

Kanchan Sreemoyee

শ্রীময়ী বলেন ২০১২ সালে একটি অনুষ্ঠানে কাঞ্চন মল্লিকের সঙ্গে তার প্রথম আলাপ হয়। প্রথম দেখাতেই কাঞ্চনকে তার খুব ভালো লেগেছিল। তখন Whatsapp Facebook কিছুই ছিল না। ছিল শুধু ছোট মোবাইলের টেক্সট আর চিঠি। কাঞ্চনকে চিঠি দিয়েছিলেন শ্রীময়ী। সেই চিঠি আজও সযত্নে রাখা আছে তার কাছে। তাদের প্রেমের শুরুটা এভাবেই হয়েছিল। সেই সময় বিবাহিত ছিলেন কাঞ্চন। কাঞ্চনও লিখেছিলেন শ্রীময়ীকে চিঠি কেবল একবারই।

আরও পড়ুন : মা সিরিয়ালের ঝিলিক এখন কোথায়? কেন আর সিরিয়াল দেখা যায় না তিথি বসুকে?

Kanchan Sreemoyee

আরও পড়ুন : ৫ বছর ইন্ডাস্ট্রিরই এক ‘দাদা’র সঙ্গে প্রেম! আদৃতের বউ কৌশাম্বী চক্রবর্তীর প্রথম প্রেমিক কে ছিলেন?

শ্রীময়ী বলেছেন, “কাঞ্চন আমাকে গড়েছে। ওর হাতের কাজ খুব ভালো।” বউয়ের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে যান কাঞ্চন। কাঞ্চনের চোখে চোখ রেখে শ্রীময়ী বলেন, “আমার মতো ভালো কেউ বাসতে পারবে না।” ক্যামেরার সামনেই শ্রীময়ীকে জড়িয়ে কাঞ্চন বলেন, “তুমি ওই ভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আবারও প্রেমে পড়ে যাব।” তবে এই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জী স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন সেটাই সত্যি? পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের বহু আগে থেকেই যে শ্রীময়ী ও কাঞ্চনের প্রেম চলছিল তা এই সাক্ষাৎকার থেকে স্পষ্ট হয়েই গেল।