কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ এবং পিঙ্কি ব্যানার্জীর সম্পর্কের টানাপড়েন যেন কিছুতেই আর মিটছে না। ডিভোর্সের পর সবকিছু চুকেবুকে গেলেও যেন পিঙ্কি ব্যানার্জী আজও জড়িয়ে রয়েছেন কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে। বিশেষ করে কাঞ্চনের প্রাক্তন স্ত্রীকে কিছুতেই বলতে পারছেন না তার বর্তমান স্ত্রী শ্রীময়ী। আসলে নাকি পিঙ্কি কাঞ্চনকে এমনভাবে ঠকিয়েছেন যে সেটা ভুলতেই পারছেন না শ্রীময়ী।
পিঙ্কিকে নিয়ে কী কী অভিযোগ শ্রীময়ী চট্টরাজের?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজকে কাঞ্চন মল্লিকের কিছু খারাপ দিক সম্পর্কে বলতে বলা হয়েছিল। সেটা বলতে গিয়ে শ্রীময়ী কাঞ্চন সম্পর্কে এমন কিছু বললেন যেটা শুনে নেট নাগরিকদের মনে বিভিন্ন প্রশ্ন উঠছে। শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘‘কাঞ্চন ভীষণ মুখচোরা। অন্যায় দেখলে প্রতিবাদ করে না। কাঞ্চনের সামনে ভুরি ভুরি মিথ্যে বলে চলে গেছেন অনেক প্রাক্তনরা। আমি দেখেছি। আমাকে এসে কাঞ্চন বলেছে, ‘জানিস এসে মিথ্যে বলল!’ আরে তোমায় মিথ্যে বলল তুমি জানো যখন প্রতিবাদ করো! না সেটা করবে না।’’
কাঞ্চনকে ঠকিয়েছেন পিঙ্কি ব্যানার্জী?
এখানেই শেষ নয়। শ্রীময়ী কাঞ্চন প্রসঙ্গে বলতে গিয়ে আরও বলেছেন, ‘‘কাঞ্চনকে ব্ল্যাকমেল করে, ঠকিয়ে, কাঞ্চনকে ছেড়ে চলে যাওয়া খুব সহজ। আদতে ও আসলে ভীষণ সহজ-সরল। মানুষকে বিশ্বাস করে ফেলে। ফলে ও ঠকে যায়ও খুব। কাঞ্চনের চয়নে (শব্দচয়নে) গন্ডগোল। দেখো কোনো মানুষকে বদলানো যায় না। সে ঠেকে শেখে। ও শিখেছে অনেক।’’
আরও পড়ুন : মদের দোকানের সামনে করতেন কাজ! দুটো টাকা রোজগার করতে দিনরাত স্ট্রাগল করেছেন কাঞ্চন মল্লিক
আরও পড়ুন : ৫ বছর ইন্ডাস্ট্রিরই এক ‘দাদা’র সঙ্গে প্রেম! আদৃতের বউ কৌশাম্বী চক্রবর্তীর প্রথম প্রেমিক কে ছিলেন?
২৬ বছরের বড় কাঞ্চন মল্লিককেই কেন স্বামী হিসেবে বেছে নিলেন শ্রীময়ী?
এই প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেছেন, ‘‘কাঞ্চনকে তো ১৪ বছর ধরে চিনি! ওর দিক থেকে না থাকলেও, আমার দিক থেকে বরাবর ভালোবাসাই ছিল। আমি একটা বিবাহিত পুরুষকে ভালোবেসেছিলাম। তবে আমার কোনো চাওয়া-পাওয়া ছিল না। আর এতদিন ধরে চিনি বলেই, কাঞ্চন আমার কাছে খোলা খাতার মতো। ওর ভালোটা আমি নিয়েছি, খারাপটাও নিয়েছি। সবটা নিয়ে আমি ঘর শুরু করেছি। ওর অতীত, সবকিছু নিয়ে কচলে কচলে আমি আমাদের আজটা নষ্ট করতে চাই না।’’