ওঠা-পড়ার নাম জীবন। পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগতজীবনেও অনেক ঝড়-ঝাপটার সাক্ষী থেকেছেন টলিউড (Tollywood) -র অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়াতে নিজের মনের কথা সোজাসুজিভাবে পেশ করতে অভিনেত্রীর জুরি মেলা ভার। কিন্তু এবার জন্মদিনের আগের লক্ষ লক্ষ টাকা খোয়ালেন অভিনেত্রী। চলুন জেনে নিই কী এমন হয়েছিল যার জন্য এরকম বিপত্তিতে পড়তে হলো শ্রীলেখাকে।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। গত ৩০ অগাস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। অনুগামী থেকে শুরু করে পরিবার-পরিজনেরা তাকে দিনভর শুভেচ্ছা জানিয়েছেন। তবে বিশেষ দিনেও মন খারাপ ছিল নায়িকার, মূলত দুটি কারণে। প্রথম কারণটি তিনি কিছুটা অসুস্থ ছিলেন তিনি সেই সময়।
তবে এবার আরও একটি কারণ সকলের সঙ্গে শেয়ার করলেন তিনি। জন্মদিনের আগে আর্থিক প্রতারণার শিকার হল শ্রীলেখা মিত্র। ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেছে তার। গত ২৯ আগস্ট প্রথমে এক অচেনা নম্বর থেকে ফোন আসে অভিনেত্রীর কাছে। এরপর সেই ফোন তুলতেই ঘটে যায় বিপত্তি। জানা যাচ্ছে, ফোন তোলার পর ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে।
এরপর কোথা থেকে যে কী হয়ে গেল তা আর বুঝতে পারেনি শ্রীলেখা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি তখন অসুস্থ ছিলেন। ধুম জ্বর তার। এমন অবস্থায় ঐ ব্যক্তি তাকে দিয়ে ঠিক কী করিয়ে নিলেন তা বুঝতেও পারলেননা। অথচ তার অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা। তবে অভিনেত্রী ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশও খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে।
বুধবার সোশ্যাল পোস্ট করে সকলকে বিষয়টি জানান অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, “জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ, তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার স্ক্যাম হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। তাই সাবধান! অনুগ্রহ করে না জেনে কোনও অ্যাপ ডাউনলোড করবেন না, বা কোনও লিঙ্ক খুলবেন না। নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না। বিস্তারিত জানতে চেওনা, আর নিজের বোকামির নিদর্শন দিতে চাই না।”
আরও পড়ুন : জিতুকে ছেড়ে স্নেহালের সঙ্গে চুটিয়ে স`হ;বাস! ফুলশয্যার ছবি দিতেই চরম ট্রোলড নবনীতা
এরপর তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।”
আরও পড়ুন : বাংলা সিরিয়াল থেকে সোজা টলিউড! এই ৬ টেলি নায়িকা আজ বাংলা সিনেমা কাঁপাচ্ছেন