ভুল ইংরেজি বলে হাসির খোরাক হলেন শ্রাবন্তী! চলল দেদার কটাক্ষ

ফের সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের মুখে পড়লেন শ্রাবন্তী চ্যাটার্জী। বাংলা ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে সম্প্রতি টলিউডের বড় বড় তারকাদের সঙ্গে তিনিও হাজির হয়েছিলেন। সেখানে সাংবাদিক তাকে ইংরেজিতে কিছু প্রশ্ন করেন। শ্রাবন্তীও নিজের মত করে তার জবাব দেন। তবে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল। নেট নাগরিকদের দাবি শ্রাবন্তী নাকি ইংরেজিতে বেশ কাঁচা। রীতিমত কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে কমেন্ট বক্সে।

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতে বলছেন, “ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে। কোন মুহূর্তের জন্য আপনি অপেক্ষা করছেন?” শ্রাবন্তী বলেন, “মাই ফ্রেন্ডস আর পারফর্মিং, সুপার এক্সাইটেড।” অর্থাৎ তার বন্ধুরা এই অ্যাওয়ার্ডের মঞ্চে পারফর্ম করবেন এবং সেই জন্য তার মনেও প্রবল উত্তেজনা কাজ করছে। এরপর তাকে জানতে যাওয়া হয় তিনি কোনও নির্দিষ্ট পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন কি? উত্তরে শ্রাবন্তী বলেন তিনি শুভশ্রী গাঙ্গুলীর নাচ দেখার জন্য অপেক্ষা করছেন।

 Srabanti Chatterjee

এরপর শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় কোনও নির্দিষ্ট একজন অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয় তাহলে তার সমর্থন কার দিকে থাকবে? শ্রাবন্তী বলেন, “সবাই আমার খুব ভালো বন্ধু আমি চাই ওরা সবাই যেন ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে।” এই ভিডিও দেখে নেট নাগরিকদের মধ্যে কেউ কমেন্ট করছেন, “বাংলায় জিজ্ঞেস করলেই তো হত। এত ভয় পেত না।” কেউ লিখছেন, “বাংলায় বলার সময় ইংলিশে বলার মত স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে।”

আরও পড়ুন : তিন-তিনবার ডিভোর্স! মোট কত সম্পত্তির মালকিন শ্রাবন্তী? জানলে ঘুরবে মাথা

আরও পড়ুন : ছেলের থেকে হবু বৌমা ৬ বছরের বড়! দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জী

আরেকজনের মন্তব্য, “ইংলিশে কথা বলতে হবে ভেবেই এত নার্ভাস।” কেউ বলছেন, “রুটিন ফর কথাটার মানে বোঝেননি।” আরেকজন লিখলেন, “এত খারাপ ইংরেজি কে বলে?” তবে শ্রাবন্তীর পক্ষও নিলেন কেউ কেউ। তাদের মতে, ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরবো? কোনও বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড হিসেবে নয়। কেউ লিখলেন ইংরেজি না জানা বা তা তো দুর্বল হওয়া কোনও অপরাধ নয়। কারও মতে শ্রাবন্তী এখানে ভুলটা কী বললেন সেটাই তিনি বুঝতে পারেননি।